TRENDING:

Cyclone Nisarga: আসছে নিসর্গ! স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকতে পারে? জেনে নিন

Last Updated:

বুধে আতঙ্ক। আরও একবার। পশ্চিমবঙ্গের পর এবার পশ্চিম উপকূল। উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাত উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আবারও বুধবার। আবারও সাইক্লোন। ২০ তারিখ বুধবার পশ্চিমবঙ্গ তছনছ করেছে আমফান। এবার পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে নিসর্গ। মহারাষ্ট্র ও গুজরাত উপকূলে আঘাত হানবে সাইক্লোন নিসর্গ। ২ রাজ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
advertisement

বুধে আতঙ্ক। আরও একবার। পশ্চিমবঙ্গের পর এবার পশ্চিম উপকূল। উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাত উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ।মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়েছে, নিসর্গ খুব একটা শান্তশিষ্ট নয়। বরং বেশ দামাল। তেড়েফুঁড়েই এগিয়ে আসছে এই সাইক্লোন। ঘূর্ণিঝড় থেকে  ইতিমধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিসর্গ ৷ কমবেশি ঘণ্টায় ১১ কিমি গতিতে উত্তর দিকে এগোচ্ছে এই ঝড় ৷

advertisement

আছড়ে পড়ার সময় নিসর্গের গতি থাকতে পারে গড়ে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তাল হবে আরবসাগর। ঝড়ের দাপট ভালোমতোই টের পাবে বাণিজ্যনগরী মুম্বই। গুজরাতের উপকূলবর্তী এলাকাতেও তান্ডব চালাবে নিসর্গ। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, মহারাষ্ট্রের ১১ জেলা ৷ গুজরাতের ৭ জেলা ৷ দমন-দিউ ও দাদরা-নগর হাভেলিতে ৷

advertisement

সাইক্লোন নিসর্গ মোকাবিলায় দুই রাজ্যই নিজেদের মতো করে তৈরি। নেমেছে এনডিআরএফ। উপকূলরক্ষী বাহিনী ও নৌ-সেনাকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ও দমন-দিউয়ের মুখ্য প্রশাসকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে এদিন রাজ্য প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

advertisement

মুম্বই শেষ ঘূর্ণিঝড় দেখেছিল ১৮৮২ সালে। এরপর থেকে সন্তানের মতই বাণিজ্যনগরীকে আগলে রেখেছে আরবসাগর। সাইক্লোন শক্তি দেখাতেই পারেনি ৷ আরব সাগরের বাতাস সাইক্লোনের মুখ ঘুরিয়ে দেয় ৷ ঘূর্ণিঝড় তৈরি হলে তা ওমান বা এডেন উপসাগরের দিকে ঘুরে যায় ৷ অনেক সময় গুজরাতের দিকেও চলে যায় ঘূর্ণিঝড় ৷

advertisement

আরবসাগরের মতো মৌসুমি বায়ুও বারবার কোল দিয়ে বাঁচায় মুম্বইকে ৷ মৌসুমি বায়ু ঢুকলে গোটা পশ্চিম উপকূল জুড়ে উচ্চচাপ বলয় তৈরি হয় ৷ এই উচ্চচাপ বলয় সাইক্লোনকে ভোঁতা করে দেয় ৷

কিন্তু সেই নিরাপদ উপকূলেই ১৮৮২-র পর ফের সাইক্লোন। মহারাষ্ট্রের মতোই আতঙ্কে কাঁপছে গুজরাতও। কোভিড-19 নিয়ে দুই রাজ্যই প্রবল অস্বস্তিতে। তারই মধ্যে সাইক্লোন নিসর্গের হানা।

আমফান থেকে শিক্ষা নিয়েই দুই রাজ্যের প্রশাসন জানিয়ে রেখেছে, সাইক্লোন আছড়ে পড়ার পর বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে রাজ্যের অধিকাংশ জায়গাতেই।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Photo Courtesy: Windy.com

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Nisarga: আসছে নিসর্গ! স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকতে পারে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল