আজ হাওড়া যশবন্তপুর স্পেশাল ৪ ঘন্টা পরে ছাড়বে। অন্যদিকে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা স্পেশাল ছাড়বে ৬ ঘন্টা পরে।
এছাড়া হাওড়া যশবন্তপুর স্পেশাল হাওড়া ভাস্কোডাগামা স্পেশাল হাওড়া চেন্নাই স্পেশালিটি ট্রেন নিয়মিত রুটের পরিবর্তে খড়গপুর-ঝার্সুগুদা-বালাসোর রুট দিয়ে যাবে।
শনিবারও হাওড়া যশবন্তপুর স্পেশাল হাওড়া চেন্নাই স্পেশাল হাওড়া ভাস্কো-ডা-গামা স্পেশাল এর মত ট্রেন গুলিকে অন্য রুট দিয়ে পরিচালনা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন-গুলাবের কামড় আজ বিকেলেই! আরও বড় দুর্ভোগ বুধে! জেলা ধরে দুর্যোগবার্তা হাওয়া অফিসের
ইস্ট কোস্টাল রেলওয়ে আজ ২৬ সেপ্টেম্বর যে ট্রেনগুলি বাতিল করেছে তার তালিকা-
08463 ভুবনেশ্বর ব্যাঙ্গালোর প্রশান্তি স্পেশাল
02845 ভুবনেশ্বর যশবন্তপুর স্পেশাল
08969 ভুবনেশ্বর বিশাখাপত্তনম স্পেশাল
08570 বিশাখাপত্তনম ভুবনেশ্বর স্পেশাল
07015 ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম স্পেশাল
02071 ভুবনেশ্বর তিরুপতি স্পেশাল
084 17 পুরি গুনুপুর স্পেশাল
02859 পুরি চেন্নাই সেন্ট্রাল স্পেশাল
0852 1 গুনুপুর বিশাখাপত্তনম স্পেশাল
80522 বিশাখাপত্তানাম গুনুপুর স্পেশাল
08433 ভুবনেশ্বর ফলসা স্পেশাল
এছাড়াও বিশাখাপত্তনম টাটা স্পেশাল, বিশাখাপত্তনম কোরবা স্পেশাল, সম্বলপুর স্পেশাল, রায়পুর বিশাখাপত্তনম স্পেশাল, রায়গর গুন্টুর স্পেশাল আজ বাতিল থাকছে।
উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে গুলাব। উড়িষ্যার গোপালপুর ও অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে অন্ধ্র প্রদেশ উপকূলে কলিংগপত্তনমে এটি রবিবার সন্ধ্যায় আছড়ে পড়বে। এর সরাসরি প্রভাব না পড়লেও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকবে।
ইনপুট-আবীর ঘোষাল