ওড়িশা থেকে উত্তর-পূর্ব দিক হয়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ফণীর আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় ৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার ৷ বিপজ্জনক ঘুর্ণিঝড় ফণী নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। প্রতি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। ঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না, একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
ঝড়ের আগে কী করবেন
-গুজব ছড়াবেন না ও আতঙ্কিত হবেন না
- মোবাইলে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন। বৈদ্যুতিন সংযোগ এড়াতে এসএমএস ব্যবহার করুন
-টিভি, রেডিও ও সোশাল মিডিয়া থেকে ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন
-প্রয়োজনীয় কাগজপত্র, দামি জিনিস শুকনো জায়গায় রাখুন
- আপৎকালীন পরিস্থিতির জন্য জরুরি জিনিস প্রস্তুত রাখুন
- আপনার বাড়ি নিরাপদে রাখুন, বাড়ির রক্ষণাবেক্ষণ করুন, কোনও ধারাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না
- গবাদি পশু বেঁধে রাখবেন না
মৎস্যজীবীদের করণীয়
- পর্যাপ্ত ব্যাটারি-সহ রেডিও নিজের কাছে রাখুন
- নিরাপদ জায়গার নৌকা বেঁধে রাখুন
- গভীর সমুদ্রে যাবেন না
ঝড় চলাকালীন কী করবেন
- কোনও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্র, গ্যাস ব্যবহার করবেন না
- বাড়ির জানলা-দরজা বন্ধ রাখুন
- বাড়ি বিপজ্জনক হলে ঝড়ের আগে সেখান থেকে বেরিয়ে আসুন
- রেডিওতে ঝড়ের তথ্য নিন
- ফোটানো জল পান করুন
- প্রশাসনের সতর্কবার্তাতেই ভরসা রাখুন
বাড়ির বাইরে থাকলে কী করবেন
- ভাঙা বাড়িতে আশ্রয় নেবেন না
- বৈদ্যুতিন তার, পোলের থেকে দূরে থাকুন
- যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় চলে যান
জলপথ এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। সতর্কতা জারি হয়েছে আকাশপথেও।
