বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় কাশ্মীরজুড়ে। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়ে বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩২ জন । আহত হন শতাধিক নিরাপত্তারক্ষীও। পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। উপত্যকাজুড়ে জারি করা হয় হাইঅ্যালার্ট। ব্যাহত হচ্ছে কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। বন্ধ রাখা হয়েছে দোকানবাজার ও যানচলাচাল ৷
advertisement
বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত কাশ্মীরে বার বার নানা অজুহাতে অশান্তির বারুদ ঢেলেই চলেছে পাকিস্তানের নানা মহল ৷ এমনকী, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে কাশ্মীরীদের ‘অধিকার’ আন্দোলনের পাশে থাকার কথা ঘোষণা করে ‘কালা দিবস’ পালন হয়েছে পাকিস্তানে ৷ পাক বিদেশ দফতর বুরহানকে ‘স্বাধীনতা যোদ্ধা’ হিসেবেও গণ্য করেছেন ৷ খোদ প্রধানমন্ত্রী শরিফ বুরহানকে তো শহিদ বলে আখ্যা দিয়ে ফেলেছেন৷ কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ৷ প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ কার্ফু তুলে নেওয়া হলেও সমস্ত গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে ৷