টানা প্রায় দেড় মাসেরও বেশি সময় পর স্বাভাবিক জীবন ফিরছে উপত্যকায় ৷ যদিও উত্তেজনা থাকায় পুলওয়ামা, এম আর গঞ্জ পুলিশ স্টেশন এবং নৌহট্টে এখনও জারি রয়েছে কার্ফু ৷ ৮৯-এর পর থেকে এই প্রথম এতদিন ধরে টানা কার্ফু জারি ছিল ভূস্বর্গে ৷
অশান্তির আগুন নিভিয়ে ছন্দে ফেরার চেষ্টায় ভূস্বর্গ ৷ সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷ গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ২২ বছরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷
advertisement
মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ তাঁর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৭০ জন মানুষ ৷ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হন ৷ বুরহানের মৃত্যুর পর উত্তেজনার জন্য ভূস্বর্গ জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা ৷ প্রতিবাদে বনধ ডাকেন বিচ্চিন্নতাবাদী হুরিয়ত নেতারা ৷
কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেহবুবা মুফতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে এসে দেখা করেন ৷ এরপরই কেন্দ্রীয় সরকার উপত্যকা থেকে কার্ফু তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয় ৷ যদিও কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর রাখবে কেন্দ্র ৷ ৩ সেপ্টেম্বর নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল উপত্যকায় গিয়ে পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখবে ৷ বিচ্ছিন্নবাদীদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসারও ইঙ্গিত দিয়ে রাখল কেন্দ্র ৷
রবিবারই নিজের মন কী বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছিলেন, কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার জন্য ‘একতা’ এবং ‘মমতা’-ই প্রাথমিক অস্ত্র ৷ সেই পথে হেঁটেই শান্তি ও সংযমের সঙ্গে ভূস্বর্গকে ঠান্ডা করতে চাইছে কেন্দ্র ৷