TRENDING:

ঝাড়খণ্ডে CAA-র সমর্থনে মিছিল ঘিরে ধুন্ধুমার, আহত ২৫, কারফিউ জারি

Last Updated:

পুলিশ-সহ বেশ কয়েকজন আহত। কারফিউ জারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লোহারডাঙা: সিএএ সমর্থনে মিছিল। পালটা প্রতিরোধ। তার জেরে উত্তপ্ত ঝাড়খণ্ডের লোহারডাঙা। বৃহস্পতিবার আমলাটোলিতে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি আয়ত্তে আনতে গতকাল সন্ধ্যে থেকেই জারি করা হয়েছে কার্ফু।
advertisement

শুক্রবার সকালের লোহারডাঙা। রাস্তায় রুটমার্চ করছে আধাসেনা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারের দুপুর।

সংশোধীত নাগরিকত্ব আইনের সমর্থনে এই সেই মিছিল। সবকিছু গেরুয়া। তবুও দাবি এই মিছিল ছিল অরাজনৈতিক। রাঁচি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমলাটোলি নামে এলাকায় এই মিছিলেই হামলার অভিযোগ।

প্রায় ২’ঘণ্টা আশপাশের এলাকায় তাণ্ডব চলে। গাড়ি থেকে লরি,সঙ্গে দোকানপাঠ জ্বালিয়ে দেওয়া হয়। পোড়ান হয় সাত থেকে আটটি বাইক। পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

advertisement

প্রথমে লাঠি, তারপর কাঁদানে গ্যাস, এলাকা ঠান্ডা করতে শূন্য প্রায় একশো রাউন্ড গুলি চালায় পুলিশ।

ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমলাটোলিতে জারি থাকবে কার্ফু।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
ঝাড়খণ্ডে CAA-র সমর্থনে মিছিল ঘিরে ধুন্ধুমার, আহত ২৫, কারফিউ জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল