TRENDING:

#AmritsarTrainAccident: চোখের সামনে পিষে গেল বহু মানুষ, তারপরও থামেনি সেলফি তোলার ধুম !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: ভয়ানক ঘটনা ৷ রাবণ দহন দেখতে গিয়ে দুর্ঘটনা ৷ নিমেষে মৃত্যু প্রায় ৬০ জনের, আহত আরও অনেকেই ৷ পঞ্জাবের অমৃতসর এবং মানাওয়ালা স্টেশনের মাঝে এই ঘটনা নিয়ে গতকাল থেকেই চাপানউতোর শুরু হয়েছে ৷ তবে ঘটনার সময় ও পরে সেলফি তোলা ও ফোনের ব্যবহারকে কটাক্ষ করেছেন অনেকেই ৷
advertisement

দুর্ঘটনার যে ভিডিও পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে প্রচুর মানুষ মোবাইলের ক্যামারা নিয়ে মেতে ছিলেন ৷ তাদের আশেপাশে কী ঘটছে তাতে বিন্দুমাত্র মন ছিল না কারো ৷ সাধারণ মানুষের এমন ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই ৷ সেলফি ম্যানিয়া নিয়ে নেট দুনিয়ায় আবার করে শুরু হয়েছে জোরদার চর্চা ৷

আরও দেখুন পঞ্জাবের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কী বললেন নভজ্যোত সিং সিধু ? দেখুন...

advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের ধারে রাবণের কুশপুতুল দহনের ব্যবস্থা করা হয়েছিল ৷ সন্ধ্যা ৭টা নাগাদ সবে শুরু হয়েছে অনুষ্ঠান ৷ প্রধান অতিথি ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর ৷ রেললাইনের ধারেই প্রায় পাঁচশো থেকে সাতশো মানুষ ভিড় জমিয়ছিলেন অনুষ্ঠান দেখতে ৷ সেখান থেকেই চলছিল মোবাইলে ছবি তোলা। কেউ কেউ ভিডিয়ো-কলও করছিলেন। রাবণ পোড়ানোর সময় আগুন ছিটিয়ে আসতে থাকে ৷ দর্শকরা উঠে আসে রেললাইনে ৷ তখনই দ্রুত গতির দুটি ট্রেন আপ এবং ডাউন লাইনে দ্রুত গতিতে ছুটে আসে ৷ মুহূর্তে ট্রেনে পিষে যান প্রায় ৬০ জন ৷ কিন্তু এই ঘটনাতেও যেন হুশ ফেরেনি অনেকের ৷ তারা তখনও মন দিয়ে মোবাইল ফোনে ছবি তুলতেই ব্যস্ত ছিল ৷ এই ঘটনা হতাশ করেছে অনেকেই ৷ কেন এভাবে আশেপাশের ঘটে যাওয়া ঘটনাকে অগ্রাহ্য করে মোবাইলে মন দেন জনতা, উঠছে সেই প্রশ্ন ৷

advertisement

এই নিয়ে ট্যুইট করেছেন নেতা-মন্ত্রীরা ৷ দেখুন

দুর্ঘটনার পরও মানুষের মোবাইল নিয়ে ব্যস্ততা দুর্ভাগ্যজনক, বলছেন আপ নেত্রী প্রীতি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainAccident: চোখের সামনে পিষে গেল বহু মানুষ, তারপরও থামেনি সেলফি তোলার ধুম !