TRENDING:

করুণানিধির প্রয়াণ, মমতা চেন্নাই পৌঁছতেই জনতার ডাক 'আম্মা'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: করুণানিধির প্রয়াণের পর শোকজ্ঞাপন করতে সকলের আগে চেন্নাই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মেরিনা বিচে প্রিয় নেতার েশষকৃত্য বিতর্কের মাঝেই তিনি হয়েই উঠলেন ভরসার জায়গা। তাঁকে ঘিরেই আর্তি কলাইগনারের শোকবিহ্বল জনতার আর্তি। দক্ষিণের রাজ্যে যেন তিনি নয়া আম্মা।
advertisement

মঙ্গলবার সকাল থেকেই করুণানিধির শারীরিক অবস্থার অবনতির খবর আসতে থাকে। তখনই নিজের সমস্ত কর্মসূচি বাতিল করে চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে বসেই পান মৃত্যুসংবাদ। খবর পেয়েই টুইটে শোক বার্তা পোস্ট করেন ।

আরও পড়ুন: কলাইনরের বর্ণময় জীবন একঝলকে  

মঙ্গলবার রাত দশটার মধ্যে চেন্নাই পৌঁছে যান মমতা। সকলের আগে। বিমানবন্দর থেকে সোজা করুণানিধির বাসভবন গোপালাপুরম। সেখানে তাঁকে দেখেই জনতার 'আম্মা' বলে ডেকে ওঠে। দক্ষিণের শোকবিহ্বল মানুষগুলোর কাছে যেন তিনি অন্যতম ভরসা। তাঁর কাছেই দাবি উঠে যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে যেন মেরিনা বিচেই শেষকৃত্য সম্পন্ন হয় কলাইনগারের।

advertisement

শোকের মুহূর্তে প্রয়াত মুখ্যমন্ত্রীর ছেলে স্ট্যালিন, মেয়ে কািনমোজির পাশে দাঁড়ান বাংলার মুখ্যমন্ত্রী। শ্রদ্ধার্ঘ অর্পন করেন করুণানিধিকেও। বুধবার শেষকৃত্যে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

করুণানিধির প্রয়াণের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, তাঁকে আম্মা বলে ডাক, রাজনৈতিকভাবে পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে সম্পর্কের যেন নতুন

বাংলা খবর/ খবর/দেশ/
করুণানিধির প্রয়াণ, মমতা চেন্নাই পৌঁছতেই জনতার ডাক 'আম্মা'