ওড়িশায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে দেশজুড়ে। কোটি কোটি টাকা উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিজিল্যান্স সূত্রে খবর, ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গুনতে আনা হয়েছিল যন্ত্রও।
আরও পড়ুন: লাগাতার বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের ৪ জেলায় দুর্যোগের আশঙ্কা, ভাসবে উত্তর! আবহাওয়ার বড় খবর
advertisement
ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারাঙ্গি। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিল্যান্সের আধিকারিকেরা।
সূত্রের খবর, তদন্তকারীরা বাড়ি পৌঁছতেই ওই ইঞ্জিনিয়ার জানালা থেকে রাস্তায় টাকা বান্ডিল ছুড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৫০০ টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়েরও হতভম্ব হয়ে যান। শোরগোল পড়ে যায় এই ঘটনা ঘিরে।