TRENDING:

Crime News: ঘরে পরপুরুষের আলিঙ্গনে ঘনিষ্ঠ ইউটিউবার স্ত্রী! বাড়ি ফিরে দেখে ফেলতেই হতবাক স্বামীর গলায় পড়ল ওড়নার ফাঁস! বাইক থেকে দেহ পড়ল নর্দমায়

Last Updated:

Crime News:রাতের জন্য অপেক্ষা করে তারা৷ তার পর দু’জনে সুরেশের মৃতদেহ তাদের মাঝখানে রেখে বাইকে প্রায় ৬ কিমি দূরে যায়। তিন দিন পর, প্রবীণের পচা দেহটি ড্রেন থেকে উদ্ধার করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিসার : সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রবিনা এবং সুরেশের দেড় বছর আগে ইনস্টাগ্রামে আলাপ হয়৷ তার কিছু দিনের মধ্যেই একসঙ্গে ভিডিও তৈরি করতে শুরু করে। রবিনা এবং তার স্বামী প্রবীণ প্রায়ই তার সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে ঝগড়া করতেন৷ প্রবীণ সন্দেহ করতেন যে সুরেশের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক রয়েছে। ২৫ মার্চ, কাজের জায়গা থেকে বাড়িতে ফিরে আসার পর প্রবীণের আশঙ্কাই সত্যি হয়৷ তিনি হতবাক হয়ে দেখেন তাঁরই বাড়িতে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন স্ত্রী৷ এর পরই মেজাজ হারিয়ে ফেলেন প্রবীণ৷ স্ত্রীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয় তাঁর৷ ঝগড়ার মধ্যেই রবিনা তার ওড়না দিয়ে প্রবীণকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। সেই রাতের জন্য অপেক্ষা করে তারা৷ তার পর দু’জনে সুরেশের মৃতদেহ তাদের মাঝখানে রেখে বাইকে প্রায় ৬ কিমি দূরে যায়। তিন দিন পর, প্রবীণের পচা দেহটি ড্রেন থেকে উদ্ধার করা হয় এবং এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রমাণিত হয় যে সুরেশ এবং রবিনাই দেহটি ফেলে গিয়েছে।
অভিযুক্ত সুরেশ ও রবিনা
অভিযুক্ত সুরেশ ও রবিনা
advertisement

রবিনার ইনস্টাগ্রামে ৩৪,০০০ এরও বেশি এবং তার ইউটিউব চ্যানেলে ৫,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। ভিডিওগুলি বেশিরভাগই হাস্যকর এবং পারিবারিক বিষয় নিয়ে। কিন্তু এই কন্টেন্ট তৈরি নিয়ে ক্রমশই তৈরি হচ্ছিল পারিবারিক দ্বন্দ্ব৷ রবিনা প্রায়ই শ্যুটিং-এর জন্য বাইরে যেতেন এবং কন্টেন্ট তৈরিতে ব্যস্ত থাকতেন৷ রবিনার স্বামী প্রবীণ এবং তাঁর পরিবারের অন্যান্যরা এতে আপত্তি জানিয়েছিলেন এবং প্রায়ই তর্ক-বিতর্ক হত৷ কিন্তু তিনি তা কানে তোলেলনি।

advertisement

সুরেশ পুলিশকে জানিয়েছে যে রবিনা শুটিংয়ের জন্য বাইরে ছিল এবং ২৫শে মার্চ ভিওয়ানির প্রেমনগরে প্রবীণের বাড়িতে ফিরে আসে। সুরেশ সেখানে তার সঙ্গে দেখা করে এবং দু’জনেই ঘনিষ্ঠ অবস্থায় ছিল যখন প্রবীণ তাদের দেখতে পান। এর পর ঝগড়ার সময় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রবিনা সারাদিন স্বাভাবিক থাকার ভান করে। আত্মীয়স্বজনরা যখন তাকে জিজ্ঞাসা করে যে প্রবীণ কোথায়, তখন সে বলে যে সে জানে না। সে রাতের জন্য অপেক্ষা করে, কখন সুরেশ তার বাইকে করে আসে এবং দু’জনে মৃতদেহ ফেলতে চলে যায়।

advertisement

আরও পড়ুন : প্রেমিকের সঙ্গে মিলে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে স্বামীকে খুন জনপ্রিয় ইউটিউবারের! বাইকে করে দু’জনে দেহ ফেলে এল নর্দমায়!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২৬ মার্চ কাকভোরে, রাত ২.৩০ নাগাদ রবিনা এবং সুরেশ বাইকে প্রবীণের মৃতদেহ নিয়ে গিয়ে প্রায় ৬ কিমি দূরে একটি ড্রেনে ফেলে দেয়। তারা মৃতদেহটি একটি ড্রেনে ফেলে দেয় এবং ফিরে আসে। তিন দিন পর, পুলিশ ড্রেন থেকে প্রবীণের পচা দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজে একটি বাইকে তিনজনকে দেখা যায়, কিন্তু যখন বাইকটি ফিরে আসে, তখন শুধু দু’জন ছিল, একজন চালক ও একজন আরোহী। পুলিশ আরোহীদের শনাক্ত করে এবং তার পর রবিনা এবং সুরেশকে জিজ্ঞাসাবাদ করে। দু’জনেই অপরাধ স্বীকার করে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ঘরে পরপুরুষের আলিঙ্গনে ঘনিষ্ঠ ইউটিউবার স্ত্রী! বাড়ি ফিরে দেখে ফেলতেই হতবাক স্বামীর গলায় পড়ল ওড়নার ফাঁস! বাইক থেকে দেহ পড়ল নর্দমায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল