আরও পড়ুন: হাসপাতালে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগ! ওড়িশায় কবর খুঁড়ে তোলা হল দেহ
মুফফরনগরের পুলিশ সুপার বিদ্যা সাগর জানান, মৃত সৌরভ কুমার ওই জেলার কুরহানি ব্লকের তুর্কী গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র ছিল।
এই প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক আরও জানান, “সৌরভ এবং তাঁদের বন্ধুরা হাতাতাতিতে জড়িয়ে পড়ে। মূলত, ওমপ্রকাশ এবং প্রহ্লাদ নামে দুই বন্ধুর সঙ্গে হাতাতাতিতে জড়ান তাঁরা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সৌরভের মাথায় লাঠি দিয়ে মারা হচ্ছে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ছাত্র আজ সকালে মারা যায়।”
advertisement
আরও পড়ুন: মহারাষ্ট্রের নির্বাচনে প্রথম পর্বে ৯৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল বিজেপি
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুটি এফআইআর দায়ের হয়েছে। মৃত ছাত্রের পরিবারের পাশাপাশি যারা ওই ছাত্রকে আক্রমণ করেছিল সেই পরিবারের পক্ষ থেকেও এফআইআর দায়ের হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত এবং অভিযুক্ত প্রত্যেকেই নাবালক, তদন্তের প্রতিটি দিকই খতিয়ে দেখা হচ্ছে। কেন এই ধরণের ঘটনা ঘটল সেই সমস্ত দিকই দেখা হচ্ছে।