TRENDING:

Atal Setu: ৬ মাস আগে উদ্বোধন করেন মোদি, সেই অটল সেতুতে ফাটল? যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

Last Updated:

Atal Setu: উদ্বোধনের ছ’মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে অটল সেতুতে। এমনই অভিযোগ মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পটোলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চলতি বছরের জানুয়ারীতে মহারাষ্ট্রে অটল সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭,৮৪০ কোটি টাকা অর্থ ব্যয়ে নির্মিত এই সেতুকে দেশের দীর্ঘতম সমুদ্রসেতুও বলা হচ্ছিল। কিন্তু উদ্বোধনের ছ’মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে সেই সেতুতে। এমনই অভিযোগ মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পটোলের।  শুধু তাই নয়, অটল সেতুর এই ফাটল নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন পটোলে। সেতুর সেই ফাটল খতিয়ে দেখতে অটল সেতুতে গিয়েছিলেন পটোলে, তিনি বলেন, মহান নেতা অটল বিহারি বাজপেয়ীর নামে সেতু বানিয়ে তাঁর সম্মানহানি করছেন মোদী-শাহরা। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন উদ্বোধনের কিছু মাসের মধ্যেই এই অবস্থা হয়, তা হলে তা হলে পরে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
অটল সেতুতে ফাটল?
অটল সেতুতে ফাটল?
advertisement

আরও পড়ুন:   অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! কবে, কোথায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

তবে সেতুতে ফাটল ধরার বিষয় উড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পটোলের অভিযোগ পাওয়ার পরেই সেই এলাকা পরিদর্শনে যান সরকারের প্রতিনিধিরা। তাঁরা জানান অটল সেতুতে নয়, ফাটল ধরেছে সেতুর সঙ্গে শহরের সংযোগকারী সার্ভিস রোডে। অটল সেতুর প্রজেক্ট হেড কৈলাশ গনত্র জানান, সমুদ্রের ধারে কোনও রাস্তা না থাকায় শেষ মুহূর্তে এই সার্ভিস রোড সাময়িক ভাবে তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, গনত্রর আরও দাবি, এই ফাটল নাকি বৃষ্টির জন্য দেখা দিয়েছে এবং আশ্বাস দিয়েছেন শনিবার সন্ধেবেলার মধ্যেই সারানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Atal Setu: ৬ মাস আগে উদ্বোধন করেন মোদি, সেই অটল সেতুতে ফাটল? যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল