আরও পডুন: কমিশনের ঘোষণার আগেই কর্ণাটক ভোটের দিন ফাঁস, বিপাকে বিজেপি আইটি সেলের প্রধান
কিন্তু ওয়েলে নেমে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের বিক্ষোভের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় এই অনাস্থা প্রস্তাব গ্রহণে বেশ কিছুটা দেরি হয় বলে জানিয়েছিলেন লোকসভার স্পিকার ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, এই অনাস্থা প্রস্তাব নিয়ে কোনও আলোচনাও হয়নি এখনও ৷ প্রসঙ্গত, মঙ্গলবার বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ৷
advertisement
আরও পডুন: দু’জন প্রাপ্তবয়স্কের বিয়েতে খাপ পঞ্চায়েতের হস্তক্ষেপ বেআইনী: সুপ্রিম কোর্ট
উত্তরপ্রদেশ ও বিহার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিল টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস। কিন্তু বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে শুরু হয় লোকসভায় তুমুল হট্টোগোল ৷ হট্টোগোলের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করতেও দেরি হয় ৷ টিডিপি এবং ওয়াইএসআরের পর গত শুক্রবার লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অনাস্থা প্রস্তাবের আবেদন করে কংগ্রেস ৷
উল্লেখ্য, চারটি দল অনাস্থার প্রস্তাব দেওয়ার জেরে বিজেপির উপরে চাপ ক্রমশ বাড়ছে ৷ তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের লাগাতার বিক্ষোভে লোকসভা অচল থেকেছে দিনের পর দিন। বিরোধীরা অভিযোগ করেছে, এই বিক্ষোভ আসলে বিজেপিকে সাহায্য করার জন্যই।