রবিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানাল সিপিএম কেন্দ্রীয় কমিটি (CPM Central Committee)। জানা গিয়েছে, তিনদিন ধরে সেন্ট্রাল কমিটির ভারচুয়াল বৈঠকে বঙ্গ সিপিএমের তরফেই তেরঙ্গা উত্তোলনের প্রস্তাব দেওয়া হয়। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীই (Sujan Chakraborty) মূলত প্রস্তাব দেন। তাতেই মেলে সবুজ সংকেত।
সিপিএমের এমন সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, বিজেপির দেশভক্তিকে পালটা দিতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারকে হঠাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাতেও যে পিছপা হবে না সিপিএম, সে ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে। এবার জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়ে বিজেপির দেশাত্মবোধকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হল।
advertisement
এদিকে জানা যাচ্ছে, সেন্ট্রাল কমিটির বৈঠকে সংযুক্ত মোর্চা নিয়ে আপত্তি তোলে কেরল লবি। কেরল লবির মতে, জোটবদ্ধ হয়ে ভোটের লড়াই আমজনতার কাছে গ্রহণযোগ্য হয়নি। তাঁদের ইঙ্গিত মূলত ISF-এর দিকেই। ISF-কে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে মত পিনারাই বিজয়নের রাজ্য নেতৃত্বেরও। জোট-সমীকরণ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শূন্য অস্তিত্বের অন্যতম কারণ বলেই মনে করছেন তাঁরা। তবে জোট নিয়ে কেরল অস্বস্তিতে ফেললেও আলিমুদ্দিনের পাশে দাঁড়িয়েছে একেজি ভবন।
