গত ৫ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি-শাসিত এনডিএ সরকার দেশ ও নাগরিকদের জন্য বিপজ্জনক হিসেবে প্রমাণিত হয়েছে । দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বেড়েছে । মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও বেড়েছে । মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারও খর্ব করেছে বিজেপি সরকার । বিজেপি সরকারের নীতির ফলে বেকারত্বের হার বেড়েছে ও অর্থনীতির অবনতি হয়েছে । অন্যদিকে আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত বিজয় মালিয়া ও নীরব মোদির মত একাধিক অপরাধীকে সাহায্য করেছেন বিজেপি নেতারা । পাশাপাশি রাফাল সহ একাধিক দুর্নীতিতে নিয়েও সঠিক কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার-এই সবকটি বিষয় উল্লেখ করেই আপের সমর্থনে ভোটারদের বিশেষ আর্জি জানিয়েছে সিপিআইএম দিল্লি কমিটি।
advertisement
পাশাপাশি দলের তরফে জানানো হয়েছে বিজেপিকে দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ কংগ্রেস । এছাড়া, বিজেপির পরিবর্তে আপকে টার্গেট করেছে কংগ্রেস । বামের বিরোধিতা করার জন্য ওয়ানাড কেন্দ্র থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস ও এই সবকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম কোনওভাবেই কংগ্রেসকে সমর্থন করবে না
লোকসভা নির্বাচনে দিল্লির ৭ আসনের লড়াইয়ে আপকে পূর্ণ সমর্থন জানিয়েছে সিপিআইএম ও দলের তরফ থেকে জানানো হয়েছে একমাত্র আম আদমি পার্টিই পারবে বিজেপিকে পরাস্ত করতে ।
প্রতিবেদক: উন্নিকৃষ্ণন