TRENDING:

এবার CoWIN-এ ভ্যাকসিনেশন স্লট বুকিংয়ে লাগবে ৪ ডিজিটের সিকিউরিটি কোড, কী ভাবে আবেদন করবেন? জেনে নিন

Last Updated:

দেখে নিন ধাপে ধাপে নতুন এই পদ্ধতি অনুসরণ করে কী ভাবে নিকটবর্তী সেন্টারে ভ্যাকসিনেশনের স্লট বুক করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে কথা! তার উপরে আবার তৃতীয় বিশ্বের দেশ! ফলে সরকারের ইচ্ছা যতই সৎ হোক না ক্ন, ভ্যাকসিনেশন নিয়ে গণ্ডগোল একটা চলছেই! সেই সব গণ্ডগোল মিটিয়ে যাতে সার্টিফিকেটে কোনও ভুল না থাকে, যাতে সেন্টারে ভ্যাকসিন নিতে আসা ব্যক্তির সব তথ্য ঠিকঠাক ভাবে রেজিস্টার করা যায়, সেই লক্ষ্যে CoWIN অ্যাপে একটি ৪ ডিজিটের সিকিউরিটি কোড যোগ করতে চলেছে ভারত সরকার। ভ্যাকসিনেশন স্লট বুক হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এই ৪ ডিজিটের সিকিউরিটি কোড রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পৌঁছবে। ভ্যাকসিনেশন সেন্টারেও জমা দিতে হবে এই কোড। দেখে নেওয়া যাক ধাপে ধাপে নতুন এই পদ্ধতি অনুসরণ করে কী ভাবে নিকটবর্তী সেন্টারে ভ্যাকসিনেশনের স্লট বুক করা সম্ভব হবে-
advertisement

১. সবার প্রথমে যেতে হবে CoWIN ওয়েবসাইটে। অথবা আরোগ্য সেতু (Aarogya Setu) অ্যাপ থেকে বেছে নেওয়া যায় vaccination section।

২. এবার your contact অপশনে নিজের মোবাইল নম্বর দিয়ে এবং ওটিপি নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

৩. এই কাজটি আগে করা থাকলে সরাসরি লগ ইন করে নেওয়া যায়।

৪. লগ ইন হয়ে গেলে নিজের জেলা এবং রাজ্য বেছে নিতে হবে।

advertisement

৫. যদি নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারের পিনকোড জানা থাকে, তাহলে তা সরাসরি টাইপ করা যায়।

৬. জানা না থাকলে তালিকা থেকে বেছে নিতে হবে।

৭. তালিকায় যে সব ভ্যাকসিনেশন সেন্টারের স্লটগুলো সবুজ হয়ে থাকবে, বোঝা যাবে যে সেই স্লটগুলো ফাঁকা আছে। সেই সবুজ স্লটে ক্লিক করে নিজের সেন্টার বেছে নিতে হবে। বুকিং কনফার্ম করতে হবে।

advertisement

৮. স্লট কনফার্ম হয়ে গেলে রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি ৪ ডিজিটের সিকিউরিটি কোড আসবে।

৯. নির্ধারিত তারিখে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে বুক করা সময় অনুসারে পৌঁছে গিয়ে ওই ৪ ডিজিট সিকিউরিটি কোড বলতে হবে। একমাত্র তার পরেই ভ্যাকসিন পাওয়া যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১০. ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে আবার CoWIN-এ লগ ইন করতে হবে। তার পর ডাউনলোড করে নেওয়া যাবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এবার CoWIN-এ ভ্যাকসিনেশন স্লট বুকিংয়ে লাগবে ৪ ডিজিটের সিকিউরিটি কোড, কী ভাবে আবেদন করবেন? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল