শেষ পর্যন্ত গরু পাচার মামলায় দিল্লিতে গিয়ে ইডি-র মুখোমুখি হতেই হল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে৷ সুকন্যা যে দিল্লির ইডি দফতরে বুধবার হাজিরা দিতে পারেন, আগে থেকেই সেই সম্ভাবনা তৈরি হয়েছিল৷
advertisement
সেই মতো এদিন সকাল দশটার কিছু পরে দিল্লির ইডি দফতরে ঢুকতে দেখা যায় সুকন্যাকে৷ একইভাবে আজ বৃহস্পতিবারও তাঁকে গাড়ি থেকে নেমে ইডি দফতরে ঢুকতে দেখা গেল। পরনে ছিল লাল রঙের স্কার্ট ও কালো টপ।
আরও পড়ুন : তিন-তিনবার ফোন করেও মায়ের গলা শুনতে পাননি... ডুকরে কেঁদে ফেললেন অর্পিতা!
অন্যদিকে, এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন৷ ইডি সূত্রে খবর, গতকাল প্রথমে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদের পর সায়গলের সামনে বসিয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ফের একই পদ্ধতিতে কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চলেছেন কিনা তা এখনও জানা যাচ্ছে না।