TRENDING:

Covid19 in India: ফের করোনার চোখরাঙানি, ভারতেও বাড়ছে 'অ্যাক্টিভ কেস', কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত? পড়ুন

Last Updated:

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫, রাজস্থানে ২, গুজরাতে ৭, মহারাষ্ট্রে ৫৬, কর্ণাটকে ১৩, কেরলে ৯৫, তামিলনাড়ুতে ৬৬, পুদুচেরিতে ১০, হরিয়ানায় ১, সিকিমে ১ ও পশ্চিমবঙ্গে ১জন কোভিড ১৯ পজিটিভ বলে জানা গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: হংকং, সিঙ্গাপুরের মতো দেশগুলিতে উদ্বেগজনক ভাবে গত কয়েকদিনে বাড়ছে করোনা সংক্রমণ৷ সিঙ্গাপুরে মাত্র এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ শতাংশ বেড়েছে৷ গত মাসের শেষ দিকে যেখানে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১১১০০ জন ছিল৷ সেখানে এক সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৪২০০৷
Covid Cases In India
Image:News18
Covid Cases In India Image:News18
advertisement

হংকংয়েও পরিস্থিতি একই রকমের৷ হংকংয়ে ইতিমধ্যে ৩১ জন করোনা আক্রান্তের অবস্থা গুরুতর৷ গত ১২ মে-র পর ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন৷ এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫৭৷ সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে৷

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫, রাজস্থানে ২, গুজরাতে ৭, মহারাষ্ট্রে ৫৬, কর্ণাটকে ১৩, কেরলে ৯৫, তামিলনাড়ুতে ৬৬, পুদুচেরিতে ১০, হরিয়ানায় ১, সিকিমে ১ ও পশ্চিমবঙ্গে ১জন কোভিড ১৯ পজিটিভ বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ফের করোনার বাড়বাড়ন্তের খবর পাওয়ার পর সোমবার ভারতের অবস্থা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক হয়৷ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এই বৈঠকে অংশ নিয়ে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Covid19 in India: ফের করোনার চোখরাঙানি, ভারতেও বাড়ছে 'অ্যাক্টিভ কেস', কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল