হংকংয়েও পরিস্থিতি একই রকমের৷ হংকংয়ে ইতিমধ্যে ৩১ জন করোনা আক্রান্তের অবস্থা গুরুতর৷ গত ১২ মে-র পর ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন৷ এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫৭৷ সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে৷
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫, রাজস্থানে ২, গুজরাতে ৭, মহারাষ্ট্রে ৫৬, কর্ণাটকে ১৩, কেরলে ৯৫, তামিলনাড়ুতে ৬৬, পুদুচেরিতে ১০, হরিয়ানায় ১, সিকিমে ১ ও পশ্চিমবঙ্গে ১জন কোভিড ১৯ পজিটিভ বলে জানা গিয়েছে।
advertisement
সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ফের করোনার বাড়বাড়ন্তের খবর পাওয়ার পর সোমবার ভারতের অবস্থা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক হয়৷ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এই বৈঠকে অংশ নিয়ে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷