TRENDING:

Covid Vaccine Data Fraud in Bihar: মোদি, সোনিয়া, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন সবাই!

Last Updated:

এই তালিকার ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছেন প্রশাসনের কর্তারা৷ কীভাবে এমন বিভ্রাট ঘটল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: নরেন্দ্র মোদি, অমিত শাহ, সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের আরওয়া জেলার একটি টিকা গ্রহণ কেন্দ্র থেকে নাকি এঁরা সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন (Covid Vaccine Data Fraud in Bihar)৷ ওই টিকাকরণ কেন্দ্রের টিকা প্রাপকদের তালিকাতেই রয়েছে এই মোদি (Narendra Modi), শাহ (Amit Shah), প্রিয়ঙ্কা চোপড়াদের নাম৷ যে তালিকা প্রকাশ্যে আসতে প্রশাসনের কর্তাদেরও চোখ কপালে উঠেছে৷ হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়৷
সন্তানের টিকাকরণের আগেই জানুন এই বিষয়গুলি
সন্তানের টিকাকরণের আগেই জানুন এই বিষয়গুলি
advertisement

আরওয়াল জেলার কার্পি কমিউনিটি হেলথ সেন্টার থেকে সরকারি পোর্টালেই টিকা প্রাপক হিসেবে এই নামগুলি আপলোড করা হয়৷ ঘটনা প্রকাশ্যে আসার পরই দুই কম্পিউটার অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে৷ ওই তালিকা অনুযায়ী, টিকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমারেরও৷

আরও পড়ুন: পাকিস্তান মুখ ফিরিয়েছে, ভারতও ঠাঁই দেয়নি! আটারি সীমান্তে পাক মায়ের কোলে জন্ম হল 'বর্ডারের'...

advertisement

এই তালিকার ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছেন প্রশাসনের কর্তারা৷ কীভাবে এমন বিভ্রাট ঘটল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে৷ জেলাশাসক জে প্রিয়দর্শিনী জানিয়েছেন, কীভাবে তথ্যে এই ধরনের কারচুপি হল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

আরও পড়ুন: জয়পুরে একই পরিবারের ৯ জন ওমিক্রন আক্রান্ত, ভারতে সংক্রমিত ২১ জন!

advertisement

জেলাশাসক বলেন, 'এটা অত্যন্ত গুরুতর একটি বিষয়৷ আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সবাইকে যাতে টিকা দেওয়া যায় এবং করোনার পরীক্ষাও বাড়ানো যায়৷ তার মধ্যে এই ধরনের বেনিয়ম সামনে আসছে৷ আমরা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলির তথ্যও খতিয়ে দেখব৷ এফআইআর-ও দায়ের করা হবে৷'

বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে জানিয়েছেন, ঘটনার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ডেটা এন্ট্রির দায়িত্বে থাকা দুই কম্পিউটার অপারেটরকে বহিষ্কৃত করা হয়েছে৷ তিনি জানিয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে৷ অন্য কোনও টিকাকরণ কেন্দ্র বা হাসপাতালে যাতে এই ধরনের তথ্য বিকৃতির ঘটনা না ঘটে, তাও নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Covid Vaccine Data Fraud in Bihar: মোদি, সোনিয়া, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল