এর আগেও সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে করা হচ্ছিল ৷ এবার সরকার এই যোজনার মাধ্যমে ৫০ কোটির বেশি মানুষ প্রাইভেট ল্যাবে COVID-19 এর পরীক্ষা বিনামূল্যে করাতে পারবেন ৷ এই যোজনা অনুযায়ী হাসপাতালে COVID-19 টেস্টিং ও চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন ৷
AB_PM JAY অনুযায়ী সূচিবদ্ধ হাসপাতালেও টেস্টিংয়ের সুবিধা দিতে পারবেন ৷ তাদের কাছেও টেস্টিং ফেসেলিটির সাহায্য নেওয়ার সুযোগ থাকবে ৷ COVID-19 এর পরীক্ষা ICMR অনুযায়ী করা হবে ৷
advertisement
সমস্ত ল্যাবকে ICMR এর প্রটোকল মেনে চলতে হবে ৷ এই ভাবে বেসরকারি হাসপাতালেও COVID-19 এর পরীক্ষা AB_PM JAY যোজনার মাধ্যমে করা যাবে ৷
সরকারের এই পদক্ষেপে লাভবান হতে চলেছেন গরিব মানুষেরা ৷ পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে AB_PM JAY যোজনার মধ্যে আনার মূল কারণ হচ্ছে টেস্টিং ও চিকিৎসার সুবিধা বাড়ানো যেতে পারে ৷