দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৭৫ আর মৃত্যু হয়েছে ৩,০৬০ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০০৭ জন। আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ৩১,৬৬৬৭ আর মৃত্যু হয়েছে ২৬৯ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ২৭ হাজার ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৭৬১ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২০,০৭০ আর মৃত্যু হয়েছে ১,২৪৯ জনের।
advertisement
রাজস্থানে সংক্রমিত হয়েছেন ১০,৫৯৯ জন। মৃত্যু হয়েছে ২৪০ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৯,৪০১ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪১২ জনের। উত্তরপ্রদেশে ১০,৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৮৭ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৪ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ৩২৪ জনের।