TRENDING:

করোনা সংক্রমণ বৃদ্ধির হারে ফের রেকর্ড ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৮৩, মৃতের সংখ্যা বেড়ে ৭১৩৫

Last Updated:

এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। পঞ্চম লকডাউন বা যাকে আনলক প্রথম পর্ব বলা হচ্ছে, তাতে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৯৮৩ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২০৬ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭,১৩৫। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৪। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।
advertisement

দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৭৫ আর মৃত্যু হয়েছে ৩,০৬০ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০০৭ জন। আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ৩১,৬৬৬৭ আর মৃত্যু হয়েছে ২৬৯ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ২৭ হাজার ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৭৬১ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২০,০৭০ আর মৃত্যু হয়েছে ১,২৪৯ জনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজস্থানে সংক্রমিত হয়েছেন ১০,৫৯৯ জন। মৃত্যু হয়েছে ২৪০ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৯,৪০১ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪১২ জনের। উত্তরপ্রদেশে ১০,৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৮৭ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৪ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ৩২৪ জনের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
করোনা সংক্রমণ বৃদ্ধির হারে ফের রেকর্ড ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৮৩, মৃতের সংখ্যা বেড়ে ৭১৩৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল