কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে ২৬৯টি নতুন সংক্রমণ সামনে এসেছে। শুক্রবার দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ৭১৩১। নতুন কেস সামনে আসার পর, বর্তমানে দেশে মোট অ্যাকটিভ কেস ৭৪০০ হয়েছে।
advertisement
একই সময়ে, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৪ জন, কেরালায় ৩ জন, রাজস্থান ও তামিলনাড়ুতে একজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে একটি সাধারণ দিক হল, তারা সকলেই প্রবীণ—৫০ বছরের বেশি বয়সের ছিলেন। কেরালায় মৃত তিনজন পুরুষের বয়স ছিল যথাক্রমে ৮৩, ৬৭ ও ৬১ বছর। মহারাষ্ট্রে, ৭৯ বছর বয়সী ডায়াবেটিস রোগী এবং ৮৫ বছর বয়সী কিডনিরোগে আক্রান্ত এক বৃদ্ধ মারা গেছেন। এ ছাড়া, ৫৫ ও ৩৪ বছর বয়সের আরও দুইজন সংক্রমিত হয়েছিলেন এবং তাদেরও মৃত্যু হয়েছে।
রাজস্থানে, ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও তামিলনাড়ুতে একাধিক রোগে ভোগা ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তবে, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট এখনো তিনটি রাজ্য—অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরামে ছড়ায়নি। তবে ভারতের প্রায় সমস্ত রাজ্যেই এই নতুন স্ট্রেন পা ফেলেছে। সবচেয়ে বেশি কেস কেরালায়, যেখানে প্রায় ২০০০-এর বেশি সংক্রমণ হয়েছে। এরপর গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র রয়েছে সংক্রমণের তালিকায়।