TRENDING:

‘সবচেয়ে অনুপযুক্ত সেলফি’ তুলে সমালোচিত যুগল

Last Updated:

থার্টি ফার্স্ট নাইটে যখন সারা বিশ্ব বর্ষবরণে মেতে, তখন ভয়াবহ আগুন লাগে বুর্জ খলিফা সংলগ্ন ৬৩ তলা ‘দ্য অ্যাড্রেস ডাউনটাউন’ হোটেলে৷ ঘটনায় স্বভাবতই যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ কিন্তু এত কিছুর মধ্যেও কোনও হেলদোল ছিল না একটি ‘কাপল’-এর ৷ কারণ দাউ দাউ করে জ্বলতে থাকা হোটেলকে ব্যাকগ্রাউন্ডে রেখেই হাসিমুখে সেলফি তোলেন তাঁরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই:  থার্টি ফার্স্ট নাইটে যখন সারা বিশ্ব বর্ষবরণে মেতে, তখন ভয়াবহ আগুন লাগে বুর্জ খলিফা সংলগ্ন ৬৩ তলা ‘দ্য অ্যাড্রেস ডাউনটাউন’ হোটেলে৷ ঘটনায় স্বভাবতই যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ কিন্তু এত কিছুর মধ্যেও কোনও হেলদোল ছিল না একটি ‘কাপল’-এর ৷ কারণ দাউ দাউ করে জ্বলতে থাকা হোটেলকে ব্যাকগ্রাউন্ডে রেখেই হাসিমুখে সেলফি তোলেন তাঁরা ৷ আর শুধু ছবি তোলাই নয়, সেটাকে ইনস্টাগ্রামে পোস্টও করে ছেলেটি ৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে এখন সমালোচনার মুখে পড়েছেন তাঁরা ৷
advertisement

শখ করে তোলা এই সেলফিকে এখন ‘সবচেয়ে অনুপযুক্ত সেলফি’-র তকমা দেওয়া হয়েছে ৷ ছবির ক্যাপশন দেখেও যথেষ্ট বিরক্ত এখন প্রত্যেকেই ৷ সেখানে লেখা রয়েছে, ‘ নিউ ইয়ার আমার দুবাইকে ৷ ঈশ্বর তোমায় রক্ষা করুন ৷ তুমি সবসময় আমাদের সারপ্রাইজ দাও ৷ সঙ্গে ফুলঝুড়িও ফোটাও ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘সবচেয়ে অনুপযুক্ত সেলফি’ তুলে সমালোচিত যুগল