TRENDING:

চৌকিদারের পাল্টা, নামের আগে 'বেরোজগার' যোগ করলেন হার্দিক পটেল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রচার উপলক্ষ্যে নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে নামের আগে চৌকিদার শব্দটি যোগ করে ফেলেছেন নরেন্দ্র মোদি সহ শীর্ষ বিজেপি নেতারা। দুর্নীতির বিরুদ্ধে কড়া নজরদারী রাখেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই চৌকিদার-এহেন বার্তা দিয়েই প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। তবে এই প্রচারের বিরুদ্ধে চুপ নেই বিরোধীরাও । অখিলেশ যাদবের পর এবার অভিনব পদ্ধতিতে এই প্রচারাভিযানের কটাক্ষ করলেন হার্দিক পটেল ।
advertisement

সপা প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন এই চৌকিদার শব্দটি যোগ করে শ্রমজীবি মানুষদের অবমাননা করেছে বিজেপি। দেশের কর্মসংস্থান তলানিতে ও সেই প্রসঙ্গে নজর টানতে এবার ট্যুইটারে নিজের নামের পাশে 'বেরোজগার' অর্থাৎ কর্মহীন শব্দটি যোগ করেছেন হার্দিক। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চৌকিদারের পাল্টা, নামের আগে 'বেরোজগার' যোগ করলেন হার্দিক পটেল