সপা প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন এই চৌকিদার শব্দটি যোগ করে শ্রমজীবি মানুষদের অবমাননা করেছে বিজেপি। দেশের কর্মসংস্থান তলানিতে ও সেই প্রসঙ্গে নজর টানতে এবার ট্যুইটারে নিজের নামের পাশে 'বেরোজগার' অর্থাৎ কর্মহীন শব্দটি যোগ করেছেন হার্দিক। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল।
advertisement
Location :
First Published :
March 18, 2019 7:44 PM IST