দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ২৩১ আর মৃত্যু হয়েছে ১,৬৩৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪২ জন। আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ১৬,২৭৭ আর মৃত্যু হয়েছে ১১১ জনের। এর পরেই রয়েছে গুজরাত, এ রাজ্যে আক্রান্ত ১৪ হাজার ৫৬ জন। আর মৃত্যু হয়েছে ৮৫৬ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৩,৪১৮ আর মৃত্যু হয়েছে ২৬১ জনের।
advertisement
রাজস্থানে সংক্রমিত হয়েছেন ৭,০২৮ জন। মৃত্যু হয়েছে ১৬৩ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৬,৬৬৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ২৯০ জনের। উত্তরপ্রদেশে ৬,২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬১ জনের। ২৪ মে পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৫৯ জন। এর মধ্যে সক্রিয়.আক্রান্ত ২,০৫৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১, ৩৩৯ জন। এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা ২০০ জন।