TRENDING:

Coronavirus in India: ভয়ঙ্কর পরিস্থিতি ! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ১৬ হাজার, মৃত্যু হয়েছে ১,১৮২ জনের

Last Updated:

মাত্র ১০ দিনে ভারত এক লাখের গণ্ডি থেকে ঝাঁপিয়ে করোনা সংক্রমণ ২ লাখের চৌকাঠে পৌঁছে গেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার ফের একবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ২ লক্ষ ছাড়াল ৷ এই নিয়ে পরপর ২ দিন ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৬ হাজার ৬৪২ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৮৭ হাজার ৭৪০। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷
advertisement

গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,১৮২ জনের। যা মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৩৩৫ জনের। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,২৫,৪৩,৯৭৮ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৩ হাজার ৫৮৮ জন। দেশে সুস্থতার হার ৯০.৮ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১১ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার ২৩৮ জনের।

advertisement

দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৩৯ হাজার ৮৫৫ আর মৃত্যু হয়েছে ৫৯,১৫৩ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১,৬৯৫ জন আর মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে রাত্রিকালীন কার্ফু। কেরলে আক্রান্ত ১১ লক্ষ ৯৭ হাজার ৩০২ জন। মৃত্যু হয়েছে ৪,৮৫৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮,১২৬ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯ হাজার ৬৫০ আর মৃত্যু হয়েছে ১৩,১১২ জনের। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬২ হাজার ৯৩৫ আর মৃত্যু হয়েছে ১২,৯৯৯ জনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৯ লক্ষ ৪২ হাজার ১৩৫ জন। মৃত্যু হয়েছে ৭,৩৫৩ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৭ লক্ষ ৮৪ হাজার ১৩৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,৬৫২ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৭ লক্ষ ৬৬ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৯,৪৮০ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৬,৩৬,৮৮৫ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৮০। গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,২৫৬ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,০১,৫০০ আর মৃত্যু হয়েছে ৫,৪৪২ জনের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus in India: ভয়ঙ্কর পরিস্থিতি ! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ১৬ হাজার, মৃত্যু হয়েছে ১,১৮২ জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল