দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৯৩ আর মৃত্যু হয়েছে ২,৭১০ জনের৷ আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ২৭,২৫৬ আর মৃত্যু হয়েছে ২২০ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ২৫ হাজার ৪ জন। আর মৃত্যু হয়েছে ৬৫০ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৮,৫৮৪ আর মৃত্যু হয়েছে ১,১৫৫ জনের।
advertisement
রাজস্থানে সংক্রমিত হয়েছেন ৯,৮৬২ জন। মৃত্যু হয়েছে ২১৩ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৮,৭৬২ জন। সেখানে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের। উত্তরপ্রদেশে ৯,২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪৫ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৭৬ জন। মৃত্যু হয়েছে ৩৫৫ জনের।