TRENDING:

শেষরক্ষা হল না, করোনামুক্ত দমন-দিউতে ধরা পড়ল করোনা রোগী! এসেছিলেন মহারাষ্ট্র থেকে

Last Updated:

লকডাউনের পর থেকেই এই অঞ্চল সম্পূর্ণ করোনামুক্ত ছিল । কিন্তু পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই সেখানে মিলল করোনা পজিটিভের খোঁজ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শেষরক্ষা হল না দমন-দিউয়ের । প্রথম দুই করোনা আক্রান্তের খোঁজ মিলল কেন্দ্রশাসিত অঞ্চল দমন-দিউতে । লকডাউনের পর থেকেই এই অঞ্চল সম্পূর্ণ করোনামুক্ত ছিল । কিন্তু পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই সেখানে মিলল করোনা পজিটিভের খোঁজ । একসঙ্গে দু’জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে৷  তাঁরা দু’জনেই সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বই থেকে ফিরেছিলেন । এঁদের মধ্যে একজনের বয়স ৪১ বছর, অন্যজন ৪ বছরের শিশু । যদিও তাঁরা একই পরিবারের নন৷ দু’জনেই মারওয়াদ এলাকার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ।
advertisement

মুম্বই থেকে ফেরায় ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েচিল । কারিওয়াদ এলাকায় নিজের বাড়িতে হোম-কোয়ারেন্টাইনে ছিল ওই শিশুটি । দু’জনের রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে । তবে ওই শিশুকন্যার বাবা-মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে তাঁরা দু’জনেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন । গোটা কারিওয়াদ এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতের যে ক’টি হাতে গোনা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল করোনামুক্ত ছিল তার মধ্যে অন্যতম ছিল দিমন-দিউ । এছাড়াও অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মিজোরাম, আন্দামান-নিকোবর করোনামুক্ত ছিল । আন্দামানে ৩৩ জন করোনা আক্রান্ত হলেও এখন তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন । সিকিম, লক্ষদ্বীপ, নাগাল্যান্ডে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন ।

বাংলা খবর/ খবর/দেশ/
শেষরক্ষা হল না, করোনামুক্ত দমন-দিউতে ধরা পড়ল করোনা রোগী! এসেছিলেন মহারাষ্ট্র থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল