TRENDING:

করোনা: ভারত ফেরাচ্ছে বিদেশে আটকে পড়া নাগরিকদের, সরকারি সুব্যবস্থায় উচ্ছ্বসিত সকলেই

Last Updated:

ভারত সরকার যেভাবে সেই করোনার ছড়িয়ে পড়া আটকে দিতে লড়াই করছে, তাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: করোনা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে৷ কিন্তু ভারত সরকার যেভাবে সেই করোনার ছড়িয়ে পড়া আটকে দিতে লড়াই করছে, তাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই৷ ভারতে আপাতত ১০৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ যার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে মহারাষ্ট্রে৷ পৃথিবীর বিভিন্ন সরকার যেমন করে এই ভাইরাস রুখতে গিয়ে আতঙ্কে ভুগছে, ভারত মোটেই তেমন নয়৷ বরং এ দেশের কেন্দ্রীয় সরকার অনেক বেশি ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে৷ করোনা আটকাতে কোনও পথই খালি রাখছে না কেন্দ্রীয় সরকার৷ তার মধ্যে অন্যতম হল, দেশের বিভিন্ন বিমানবন্দরে বেশ কয়েকটি স্তরে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে৷ নজরে রয়েছেন বিদেশ থেকে আগত ভারতীয়রা এবং বিদেশারও৷
advertisement

বিমান বাতিল হয়ে যাওয়ার কারণে ইতালিতে আটকে পড়া ২১১ ভারতীয়কেও বিশেষ বিমানে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার৷ শুধু তাই নয়, বিদেশে আটকে পড়া ভারতীয়দের জনে জনে ফোন করে খোঁজ নিচ্ছে কেন্দ্র৷ খবর নেওয়া হচ্ছে যে তাঁদের কারওর শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ আদৌ দেখা যাচ্ছে কি না৷ অনেকেই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ একজন সাংবাদিক ফেসবুকে লিখেছেন, কীভাবে নিয়ম মেনে ভারতীয় সরকারের প্রতিনিধিরা বাড়িতে পৌঁছে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহভাজনদের খোঁজ নিচ্ছেন৷

advertisement

বীণা নামে একজনের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যিনি আমেরিকা থেকে ফিরেছিলেন বলে খবর৷ এসেছিলেন দিল্লি ও টোকিওতেও৷ ভারতে আসার পর তাঁকে বিমাববন্দরে একবার পরীক্ষা করা হলেও পরে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে একটি চিকিৎসক দল ফোন করে৷ সরকার চেয়েছে, বীণার করোনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে কি না৷ স্বাভাবিকভাবে এই পরিস্থিতে খুশি বীনা৷ তিনি জানিয়েছেন, ‘ছুটির দিনেও সরকারি কর্মীরা কাজ করছেন৷ আক্রান্তদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা৷ অভাবনীয় বিষয়টি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডালাস থেকে ফেরার পর রজত গুপ্ত নামে এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘বিমানের বাইরেই প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে৷ ডালাস বা নিউ জার্সির এয়ারপোর্টের থেকে ভারতের চিত্রটা একেবারে আলাদা৷ অনেক ভাল কাজ করছে ভারত সরকার৷

বাংলা খবর/ খবর/দেশ/
করোনা: ভারত ফেরাচ্ছে বিদেশে আটকে পড়া নাগরিকদের, সরকারি সুব্যবস্থায় উচ্ছ্বসিত সকলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল