বিমান বাতিল হয়ে যাওয়ার কারণে ইতালিতে আটকে পড়া ২১১ ভারতীয়কেও বিশেষ বিমানে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার৷ শুধু তাই নয়, বিদেশে আটকে পড়া ভারতীয়দের জনে জনে ফোন করে খোঁজ নিচ্ছে কেন্দ্র৷ খবর নেওয়া হচ্ছে যে তাঁদের কারওর শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ আদৌ দেখা যাচ্ছে কি না৷ অনেকেই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ একজন সাংবাদিক ফেসবুকে লিখেছেন, কীভাবে নিয়ম মেনে ভারতীয় সরকারের প্রতিনিধিরা বাড়িতে পৌঁছে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহভাজনদের খোঁজ নিচ্ছেন৷
advertisement
বীণা নামে একজনের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যিনি আমেরিকা থেকে ফিরেছিলেন বলে খবর৷ এসেছিলেন দিল্লি ও টোকিওতেও৷ ভারতে আসার পর তাঁকে বিমাববন্দরে একবার পরীক্ষা করা হলেও পরে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে একটি চিকিৎসক দল ফোন করে৷ সরকার চেয়েছে, বীণার করোনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে কি না৷ স্বাভাবিকভাবে এই পরিস্থিতে খুশি বীনা৷ তিনি জানিয়েছেন, ‘ছুটির দিনেও সরকারি কর্মীরা কাজ করছেন৷ আক্রান্তদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা৷ অভাবনীয় বিষয়টি৷’
ডালাস থেকে ফেরার পর রজত গুপ্ত নামে এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘বিমানের বাইরেই প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে৷ ডালাস বা নিউ জার্সির এয়ারপোর্টের থেকে ভারতের চিত্রটা একেবারে আলাদা৷ অনেক ভাল কাজ করছে ভারত সরকার৷