২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫১ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জনের। দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হয়েছেন ১,১২,৩১,৬৫০ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৬৫ হাজার ২১। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ কোটি ৭৫ লক্ষ ৩ হাজার ৮৮২। দেশে সুস্থতার হার ৯৫.৩ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ৫ কোটি ৩১ লক্ষ ৪৫ হাজার ৭০৯ জনের।
advertisement
দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৬৪ হাজার ৮৮১ আর মৃত্যু হয়েছে ৫৩,৬৮৪ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১,৮৫৫ জন আর মৃত্যু হয়েছে ৯৫ জনের। কেরলে আক্রান্ত ১১ লক্ষ ৯ হাজার ৯০৮ জন। মৃত্যু হয়েছে ৪,৫২৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২,৪৫৬ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৫ আর মৃত্যু হয়েছে ১২,৪৬১ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৮ লক্ষ ৯৫ হাজার ১২১ জন। মৃত্যু হয়েছে ৭,১৯৭ জনের।
তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৭১ হাজার ৪৪০ আর মৃত্যু হয়েছে ১২,৬৩০ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৬ লক্ষ ৫১ হাজার ২২৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১০,৯৭৩ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৬ লক্ষ ৯ হাজার ৪৪৩ জন। মৃত্যু হয়েছে ৮,৭৬৯ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৫,৮১,৮৬৫ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৩১২। গত ২৪ ঘণ্টায় পঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ২,৬১৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,২০,২৭৬ আর মৃত্যু হয়েছে ৬,৪৭৪ জনের।