ইতিমধ্যেই করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র৷ সব সীমান্ত সিল করে দিয়েছে৷ রবিবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কর্তারপুর করিডোর৷ ভারত-বাংলাদেশ, ভারত-নেপাল, ভারত-ভুটান ও ভারত-মায়ানমার সীমান্তে যাতায়াত রবিবার রাত ১২টায় বন্ধ করে দিল ভারত৷
করোনা ঠেকাতে SAARC সদস্যভুক্ত দেশগুলি রবিবার বৈঠক করে৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাব দেন, COVID-19 মোকাবিলায় একটি তহবিল তৈরি করা হোক৷ সেই তহবিলে ১ কোটি মার্কিন ডলার থাকবে প্রথামিক ভাবে৷ SAARC সদস্য দেশগুলি একযোগে করোনা মোকাবিলায় সহমত হয়েছে৷ ভিডিও কনফারেন্স বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, মলদ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ভুটানের প্রধান লোতায় শেরিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ সহায়ক জাফর মির্জা৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে ১১০ আক্রান্তের মধ্যে দিল্লি ও কর্নাটকে ২ জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে আরও ১২ জনের শরীরে মিলেছে করোনা৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩২৷ কেরলে ২২ ও উত্তরপ্রদেশে ১১৷ রাজস্থানে ২ জনের শরীরে মিলেছে করোনা৷ তেলঙ্গানায় ৩ জন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাবে ১ জন করে করোনা আক্রান্ত৷