ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম্যা স্বামীনাথন দিলেন বিশেষ পরামর্শ। তিনি নির্দেশ দিলেন এই সময় আবার ফিরে পুরনো কিছু নিয়মে। তবে আতঙ্কিত না হতেও পরামর্শ দিলেন ড: সৌম্যা স্বামীনাথন।
আরও পড়ুন: আজকের বিকেলটা কি একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ঘটনার কারণ জানলে অবাক হবেন
advertisement
ড: স্বামীনাথন এদিন বলেন, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই উপপ্রজাতি JN.1 আগের ভ্যারিয়ান্ট বেশি শক্তিশালী এমন কোনও তথ্য এখনও আমাদের হাতে আসেনি। এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে। সুতরাং কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।’’
পুরনো নিয়মগুলি ফের একবার মনে করিয়ে দিয়ে ড: সৌম্যা স্বামীনাথন জানালেন,‘‘আমরা সবাই এখন ওমিক্রনের সঙ্গে পরিচিত। এই ভ্যারিয়েন্টটিও ওই একই পরিবারের। খুব বেশি বদল নেই। কিন্তু ১ কিংবা ২ টি নতুন তৈরি হয়ছে। তাই হু এর উপর নজর রাখছে। এই ভ্যারিয়েন্ট নিয়ে অতিরিক্তি ভয় পাওয়ার মতো কিছুই নেই।’’