TRENDING:

Coromandel Express Accident: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পরে স্কুলের এই ঘরেই এনে রাখা হচ্ছিল একের পর এক মৃতদেহ...ভেঙে ফেলা সেই প্রার্থনা কক্ষ...

Last Updated:

ঘটনার সময় যিনি সারাক্ষণ সেই ২০৫টি মৃতদেহ পাহারা দেওয়া জন্য মোতায়েন ছিলেন স্কুলের সেই নিরাপত্তারক্ষী অনিরুদ্ধ পানিগ্রাহী বলেন, ‘‘দেহ যখন ছিল তখন ভয় করেনি.. কিন্তু সব দেহ চলে যাওয়ার পর একা থাকতে ভয় করে..২৪ ঘণ্টা দেখেছি বডি আসতে.. আমি একাই পাহারা দিতাম ২৪ ঘণ্টা..৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা: দুর্ঘটনার পরে স্কুলের এই ঘরেই এনে রাখা হচ্ছিল একের পর এক মৃতদেহ৷ তারপর সময়ের সাথে সাথে যত উদ্ধারকাজ এগোয় ততই তা পরিণত হয়েছে মৃতদেহের স্তূপে৷ মৃতদেহের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল প্রায় ২০০৷ দুর্ঘটনার এক সপ্তাহ পরে ওড়িশার বাহানাগা স্কুলের সেই প্রেয়ার রুম এবার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন স্কুল কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই সেই স্কুলরুমের একাংশ ভেঙে ফেলা হয়েছে৷ ছাত্রছাত্রীদের উপরে এই ঘরের ভয়ঙ্কর স্মৃতি যাতে কোনও প্রভাব না ফেলে সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল স্কুলের ম্যানেজমেন্ট কমিটি৷
advertisement

গত ২ জুন, সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পরে তিন তিনটি ট্রেন৷ ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেসের একাধিক কামরা৷ একের পর এক ধ্বংসস্তূপ সরাতেই সামনে আসতে থাকে একের পর এক মৃতদেহ৷

আরও পড়ুন: অসহ্য পচা গন্ধে মরা ইঁদুরের খোঁজ শুরু করেছিল ফ্ল্যাটের লোকেরা, তারপরেই যা সামনে এল… বীভৎস!

advertisement

দুর্ঘটনার পরে আহতদের উদ্ধার করে দ্রুত পাঠানো হচ্ছিল বালেশ্বরের হাসপাতালে৷ উদ্ধার হওয়া মৃতদেহ এনে রাখা হচ্ছিল বাহানাগার এই স্কুলের প্রার্থনা কক্ষে৷ এই স্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় বলে জানা গিয়েছে৷ বর্তমানে গরমের ছুটি চলছিল৷ আগামী ১৯ জুন খুলবে স্কুল৷ এর মধ্যেই নতুন প্রার্থনা কক্ষ তৈরির কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ৷

advertisement

ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে স্কুল কক্ষের একাংশ৷ হচ্ছে নতুন রঙ, চালে নতুন টিন৷ স্কুল দেখতে আসা এক অভিভাবক বলেন, ‘‘ভয় করছে.. বাচ্চা স্কুলে পড়ে.. তাই ঘরটা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছি৷’’ অন্যদিকে, ঘটনার সময় যিনি সারাক্ষণ সেই ২০৫টি মৃতদেহ পাহারা দেওয়া জন্য মোতায়েন ছিলেন স্কুলের সেই নিরাপত্তারক্ষী অনিরুদ্ধ পানিগ্রাহী বলেন, ‘‘দেহ যখন ছিল তখন ভয় করেনি.. কিন্তু সব দেহ চলে যাওয়ার পর একা থাকতে ভয় করে..২৪ ঘণ্টা দেখেছি বডি আসতে.. আমি একাই পাহারা দিতাম ২৪ ঘণ্টা..৷’’

advertisement

আরও পড়ুন: কোনও রাজনৈতিক নেতার ভিড় নয়! ঘরোয়া অনুষ্ঠানে মেয়ের বিয়ে দিলেন নির্মলা সীতারামণ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যদিও স্কুলের দশম এক ছাত্র জানান, তার এতে ভয়ের কিছু মনে হচ্ছে না৷ প্রিয়াংশু মহালিকা বলে, ‘‘আমার ভয় করছে না… ভয় কেন করবে… স্কুল এর বাচ্চাদের একটু ভয় হতে পারে…মানুষের মৃত্যু হয়েছে, পাশে না থাকলে কে এসে দাঁড়াবে?’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পরে স্কুলের এই ঘরেই এনে রাখা হচ্ছিল একের পর এক মৃতদেহ...ভেঙে ফেলা সেই প্রার্থনা কক্ষ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল