ওড়িশা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কোনও নিহতের পরিবার দেহ নিয়ে যেতে যদি সাহায্য চান, তাহলে রাজ্য সরকার সাহায্য করবে। নিখরচায় অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা থাকবে। অন্যদিকে, ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃতদের শনাক্তকরণের জন্য ভারতীয় রেলওয়ের তরফে ফের আবেদন করা হয়েছে৷ ওড়িশা সরকারের সাহায্যে মৃত ব্যক্তি, হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তি ও অজ্ঞাত মৃতদেহগুলির ছবির লিংক দেওয়া হয়েছে।
advertisement
ওড়িশার বাহানাগাতে দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ থাকা ব্যক্তিদের সম্পর্কে পরিবার পরিজনকে খবর পেতে, ভারতীয় রেল ওড়িশা সরকারের সাহায্যে ব্যবস্থা গ্রহণ করেছে।
ওড়িশার বাহানাগায় দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনায় মৃতদের ছবির লিংক:
https://srcodisha.nic.in/Photos%20Of%20Deceased%20with%20Disclaimer.pdfII.
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের তালিকার লিংক:
https://www.bmc.gov.in/train-accident/download/Lists-of-Passengers-Undergoing-Treatment-in-Different-Hospitals_040620230830.pdfIII.
এসসিবি কটকে চিকিৎসাধীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের লিংক:
https://www.bmc.gov.in/train-accident/download/Un-identified-person-under-treatment-at-SCB-Cuttack.pdf
এই রেল দুর্ঘটনায় প্রভাবিত যাত্রীদের পরিবার ও আত্মীয়-পরিজনের সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য ১৩৯ হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টা কাজ করছে। রেলের বরিষ্ঠ আধিকারিকরা ১৩৯ হেল্পলাইন নম্বরটি পরিচালনার কাজ করছেন। পাশাপাশি বিএমসি-এর ১৮০০৩৪৫০০৬১/১৯২৯ হেল্পলাইন নম্বরও ২৪X৭ কাজ করছে। ভুবনেশ্বরে মিউনিসিপাল কমিশনারের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে জনগণকে গাড়িতে করে হাসপাতাল বা মর্গে পাঠানো হচ্ছে। জনগণের সুবিধার জন্য আধিকারিকদের নিয়োগ করা হয়েছে।