এখনও পর্যন্ত যা খবর, ৫০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে সূত্রের খবর। আরও বাড়বে! এই ট্রেনে যে যাত্রীরা ছিলেন তাঁরা বেশিরভাগ ভেলোর যাতায়াতের জন্যই এই ট্রেনে চাপেন। ভয়াবহ এই ঘটনায় ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী যা বললেন, তা শুনলে আতঙ্কে বুক কাঁপবে।
ওই ট্রেনেই যাত্রী ছিলেন যুবক। তিনি জানান, “আমার সবে একটু ঘুম পেয়েছিল। চোখ লেগে এসেছিল। হঠাৎ দেখি বিকট শব্দ! রিজারবেশন করা টিকিট। কিন্তু হলে কী হবে জেনারেল কামরার মতোই ভিড়। হঠাৎ দেখি আমার গায়ের উপর দশ থেকে ১৫ জন মানুষ এসে পড়েছে। আমি সব থেকে নীচের সিটে ছিলাম। বুঝলাম ট্রেনে কিছু একটা হয়েছে। চারিদিকে ভয়াবহ চিৎকার। কিছু বোঝার আগেই দেখছি বহু মানুষ এদিক ওদিক ছিঁটকে পড়েছেন।”
আরও পড়ুন:
ওই যুবক আরও জানান, ‘এর পর কোনও মতে ট্রেন থেকে আমাদের বের করা হলে দেখি, কারও হাত নেই, কারও পা নেই। কারও মুখ একেবারে ক্ষত-বিক্ষত। রক্ত চারিদিকে। বয়স্ক থেকে বাচ্চা সকলের ভয়াবহ অবস্থা। আমার সামান্য হাতে চোট ছাড়া কিছু হয়নি। কিন্তু সেই থেকে এখানে বসে আছি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বেঁচে আছি বিশ্বাস হচ্ছে না! তবে কতজন মারা গিয়েছে বলতে পারবো না।” এই গোটা ভিডিও শেয়ার করেছে এএনআই! ভয়াবহ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।