গতকাল মানুষ ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের একটি দল পৌঁছেছে বালাসোর। এবার রাজ্যের কয়েকজন দক্ষ আইএএস অফিসারকে পাঠানো হচ্ছে ওড়িশাতে। ইতিমধ্যে রাজ্যের তরফে ৫০টি অ্যাম্বুল্যান্স, কুইক রেসপন্স টিম এবং ৩৪ জন ডাক্তারকে পাঠানো হয়েছে ওড়িশায়।
আরও পড়ুন: বিধায়ক ছুটছেন ওড়িশায়, প্রাণ কাঁদছে পিংলার! স্বামীর কাছে যাওয়া হল না পারুলের
advertisement
পাশাপাশি ওড়িশার বিভিন্ন জেলা থেকে চিকিৎসকদের কটক ও সোরো হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন আহতকে পশ্চিম মেদিনীপুর জেলাতে নিয়ে যাওয়া হয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: ওড়িশার হাসপাতালে শিউরে ওঠা দৃশ্য! ভর্তি করা হয়েছিল ১৬৫ জনকে, তারপর যা ঘটল…
ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যেই অন্তত ২৩৮ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। আহত হাজারেরও বেশি। মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই এ রাজ্যের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। ফলে ওড়িশার দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। রাজ্যের তরফে নানা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পিংলার বিধায়ক অজিত মাইতিও দুটি গাড়ি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আহতদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন। তিনি নিজেও যাচ্ছেন ঘটনাস্থলে।