কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সার্জারি, নিউরোসার্জারি ও অর্থোপেডিক বিভাগে এই মুহূর্তে বাংলার ৫৭ জন চিকিত্সাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। ৮ জন রয়েছেন আইসিইউতে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিত্সাধীন ব্যক্তিদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলেন। হাসপাতালে আহতদের চিকিত্সা ব্যবস্থা সম্পর্কে ডাক্তারদের থেকে খোঁজ নেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, ” আমি কটক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে প্রতিটি নার্স, স্বাস্থকর্মী ও অন্যান্য সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। দুর্ঘটনায় আক্রান্ত সবাইকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। আমরা এখনও পর্যন্ত ১০০টি অ্যাম্বুল্যান্স পাঠিয়েছে।”
advertisement
মমতা আরও বলেন, ” ওড়িসায় এখনও পশ্চিমবঙ্গের ৯৭ জন চিকিৎসাধীন। এরমধ্যে কটক মেডিকাল কলেজে ৫৭ জন চিকিৎসাধীন। আমার কাছে যা রিপোর্ট আছে, তাতে দেখছি ৩১ জন এখনও নিখোঁজ। যাঁরা ওড়িশায় চিকিৎসাধীন, তাঁরা যদি চান রাজ্যে ফিরতে, আমরা ফেরত নিয়ে যাব।” মুখ্যমন্ত্রীর দাবি, ” সত্য যেন চাপা দেওয়া না হয়। আসল তথ্য বেরিয়ে আসুক। ”
উল্লেখ্য, করমণ্ডল কাণ্ডের তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত চালাচ্ছে রেল সুরক্ষা কমিশনও। মঙ্গলবারই সিবিআইয়ের ১০ জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তাঁরা ওই এলাকাটি খতিয়ে দেখেন। তাঁরা এ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করেন। মঙ্গলবার সকাল ১০:৫০ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসেন সিবিআইয়ের আধিকারিক -সহ ১০ জনের একটি দল। এদিন তারা প্রথমেই যান দুর্ঘটনাস্থলে ৷ যে পয়েন্টে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ ১৭এ পয়েন্ট, সেখানে রেলের আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখে সিবিআই৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি দেখতে দেখতে চলে আসেন স্টেশনে৷