বিজেপির ইস্তেহারে বলা হয়েছিল এনডিএ জোট যদি ক্ষমতায় আসে বিহারের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে ৷ বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ চলছে, তবে এখনও কোনও ভ্যাকসিন তৈরি হয়নি ৷ আর তার আগেই একটি রাজ্যের নির্বাচনে সেটি হাতিয়ার করায় বিজেপির সমালোচনা শুরু করেছিল বিরোধী দলগুলি ৷ সেই দিকে ইঙ্গিত করেই কংগ্রেস নেতার এদিন ট্যুইট করেন ৷
advertisement
বিহারে ভোটগণনার ট্রেন্ডে যা দেখা যাচ্ছে, শক্তি বাড়ছে বিজেপির। আসন কমছে জেডিইউ-এর। আর সেই আভাস পেতেই দলের নীচুতলার কর্মীদের মধ্যে থেকে দাবি উঠেছে, বিজেপি থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী করার। কিন্তু দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ভোটের আগে যা ঘোষণা হয়েছে, তার নড়চড় হবে না। অর্থাৎ ভোটের ফল শেষ পর্যন্ত এনডিএ জোটের পক্ষেই থাকলে, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল এদিন বলেন, সরকারে নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে কোনও বিতর্কই থাকতে পারে না।