TRENDING:

বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ, ৩৭০ ধারা নিয়ে স্বস্তিতে কেন্দ্র

Last Updated:

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার৷ ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করে সুপ্রিম কোর্টে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, সেগুলি বৃহত্তর বেঞ্চে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল শীর্ষ আদালত৷ বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ দিন এই রায় দিয়েছে৷ তাঁদের মতে, বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানোর কোনও প্রয়োজন নেই৷
advertisement

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷ বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানো প্রয়োজন কি না, গত ২৩ জানুয়ারি সেই রায় দান স্থগিত রেখেছিল পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মামলাকারীদের পক্ষে দুই আইনজীবী সঞ্জয় পারিখ এবং জাফর শাহ ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তা বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে সওয়াল করেছিলেন৷ তাঁদের যুক্তি ছিল, ৩৭০ ধারা সংক্রান্ত পুরনো দুটি মামলায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায় পরস্পরবিরোধী ছিল৷ যদিও সেই যুক্তি মানেনি শীর্ষ আদালত৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ, ৩৭০ ধারা নিয়ে স্বস্তিতে কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল