গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল৷ বিষয়টি সাত বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে পাঠানো প্রয়োজন কি না, গত ২৩ জানুয়ারি সেই রায় দান স্থগিত রেখেছিল পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
মামলাকারীদের পক্ষে দুই আইনজীবী সঞ্জয় পারিখ এবং জাফর শাহ ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তা বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে সওয়াল করেছিলেন৷ তাঁদের যুক্তি ছিল, ৩৭০ ধারা সংক্রান্ত পুরনো দুটি মামলায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায় পরস্পরবিরোধী ছিল৷ যদিও সেই যুক্তি মানেনি শীর্ষ আদালত৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2020 4:55 PM IST