৫টি রাফাল আম্বালা বিমানঘাঁটিতে পৌঁছতেই কংগ্রেস ট্যুইটারে লিখল, 'রাফাল যুদ্ধবিমান পাওয়ার জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন৷ ২০১২ সালে কংগ্রেস সরকারের উদ্যোগ ও চেষ্টার ফল পাওয়া গেল৷'
এরপরেই রাফাল চুক্তির প্রসঙ্গ তুলেছে কংগ্রেস৷ মনমোহন সিং সরকারের আমলে হওয়া রাফাল চুক্তির সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের আমলের রাফাল চুক্তির ফারাক দাবি করে কংগ্রেসের ট্যুইট, 'কংগ্রেস ও বিজেপি-- দুই আমলের চুক্তির পার্থক্যই প্রকাশ করছে বিজেপি-র দুর্নীতি৷ কংগ্রেসের রাফাল চুক্তি অনুযায়ী ভারত ১২৬টি রাফাল যুদ্ধবিমান পেতে পারত৷ কিন্তু বিজেপি সরকারের আমলে পেল ৩৬টি৷ ১০৮টি রাফাল বিমান ভারতেই তৈরি হতে পারত৷ ভারত ২০১৬ সালেই রাফাল পেয়ে যেত৷ প্রতিটি রাফালের দাম হত ৫২৬ কোটি টাকা৷'
২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস ও রাহুল গান্ধি রাফাল চুক্তিকে অন্যতম ইস্যু হিসেবে তুলে ধরেছিল৷ রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে ভোটের প্রচারও করেছে কংগ্রেস৷
প্রায় ৪ বছর আগে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি রাফাল কেনার বিষয়ে ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়৷