টুইটারে তিনি লিখেছেন, কেন তাঁর জন্মদিন সরকারি খরচ করে একটি বিশাল অনুষ্ঠান করা হবে? গতবার ১০০ কোটি টাকা খরচে টিকাকরণ, এবারে আফ্রিকার চিতা ছাড়া হল জঙ্গলে।"
আরও পড়ুন- ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে বহুতল থেকে ঝাঁপ, আত্মঘাতী ২৮ বছরের যুবতী
কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক জয়রাম রমেশও টুইটারে মোদি সরকারের চিতা প্রসস্তিকে কটাক্ষ করেছেন। একটি চিঠি পোস্ট করে তিনি জানিয়েছেন, তৎকালীন ইউপিএ সরকার চিতা আনতে উদ্যোগী হয়েছিল।
advertisement
টুইটারে তিনি লেখেন, "এই চিঠির মাধ্যমে ২০০৯ সালে চিতা ছাড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী অস্বাভাবিক রকমের মিথ্যাবাদী। ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকায় গতকাল চিঠিটি আমি প্রকাশ করতে পারিনি।"
যে চিতাটির নাম রেখেছেন মোদি সেটি মেয়ে। বয়স চার বছর। চিতাগুলি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের লক্ষ্য, ভারতে চিতার প্রজনন বৃদ্ধি। যাতে কয়েক বছরের মধ্যে ভারতে চিতার সংখ্যা বৃদ্ধি পায়! মেয়ে চিতাটির নাম আশা রেখেছেন প্রধানমন্ত্রী।
মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে চিতাগুলিকে ছাড়া হয়েছে। সেখানেই গতকাল থেকে ঘোরাঘুরি করছে চারটি চিতা। শনিবার সকালে ভারতীয় সেনার তত্ত্বাবধানে বিশেষ বিমানে নামিবিয়া থেকে মোট আটটি চিতা এসে পৌঁছয় গোয়ালিয়র বিমানবন্দরে৷
তার পর সেখান থেকে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারে তাদের পাঠানো হয় কুনো জাতীয় উদ্যানে৷ প্রথমে ঠিক হয়েছিল তারা কুনো জাতীয় উদ্যানে পৌঁছবে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে৷ কিন্তু যদি শব্দের কারণে তাদের অসুবিধে হয়, সেকথা চিন্তা করে চিনুকের বদলে বেছে নেওয়া হয় এমআই-১৭ হেলিকপ্টার৷
আরও পড়ুন- স্বামী, পুরুষ নন মহিলা! ৮ বছর পরে স্বামীর আসল পরিচয় জানতে পারলেন স্ত্রী
বিন্ধ্য পর্বতের উত্তর দিকে ৩৪৪.৬৮৬ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত কুনো জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে চম্বলের শাখানদী কুনোর নদীর নামে৷ পর্যাপ্ত শিকার এবং দিগন্ত বিস্তৃত ঘাসজমির জন্য এই জাতীয় উদ্যানকে বেছে নেওয়া হয়েছে নবাগত চিতাদের নতুন ঠিকানা হিসেবে৷