TRENDING:

‘দর্শন’ পত্রিকা নিয়ে বিতর্কের মুখে জাতীয় কংগ্রেস

Last Updated:

ফের বিতর্কে জাতীয় কংগ্রেস ৷ ১৩১তম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসেই সমালোচনার মুখে পড়ল জাতীয় কংগ্রেস ৷ মুম্বই কংগ্রেসের মুখপত্র ‘দর্শন’ পত্রিকায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু-র এক সিদ্ধান্ত নিয়েই সূত্রপাত ঘটল নতুন সমালোচনার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের বিতর্কে জাতীয় কংগ্রেস ৷ ১৩১তম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসেই সমালোচনার মুখে পড়ল জাতীয় কংগ্রেস ৷ মুম্বই কংগ্রেসের মুখপত্র ‘দর্শন’ পত্রিকায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু-র এক সিদ্ধান্ত নিয়েই সূত্রপাত ঘটল নতুন সমালোচনার ৷ এমনকী, পত্রিকার এখ প্রবন্ধে সোনিয়া গান্ধির পরিবারকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয় ৷ প্রবন্ধে সোনিয়া গান্ধির বাবাকে ‘ফ্যাসিস্ট সেপাই’ বলে বর্ণনা করা হয়েছে ৷
advertisement

প্রবন্ধে লেখা হয়েছে, কাশ্মীর, তীব্বত ও চীনের সমস্যার জন্য দায়ী নেহেরু ৷ তিনি যদি তাঁর আমলে সর্দার ভাই প্যাটেলের কথা শুনতেন তাহলে তাহলে আজ এই সমস্যা হত না ৷

এই লেখা প্রকাশিত হওয়ার পর প্রবল অস্বস্তির মুখে পড়ে যান কংগ্রেসের দর্শনের সম্পাদক মুম্বই কংগ্রেসের অধ্যক্ষ সঞ্জয় নিরুপম। তিনি জানিয়েছেন, ভুল হয়েছে, ত্রুটি সংশোধন করা হবে অবিলম্বে। মুখ বাঁচাতে মরিয়া কংগ্রেস জানিয়েছে, কংগ্রেস দর্শন পত্রিকা দলীয় মুখপত্র নয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘দর্শন’ পত্রিকা নিয়ে বিতর্কের মুখে জাতীয় কংগ্রেস