TRENDING:

বংশের ধারা বজায় রেখে কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন রাহুল

Last Updated:

উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷ ২০১৬-এর বিধানসভা ভোটে রাজ্যগুলিতে কংগ্রেসের ভরাডুবির পর দলে পরিবর্তনের হাওয়া আনতে চলেছে কংগ্রেস হাইকমান্ড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷ ২০১৬-এর বিধানসভা ভোটে রাজ্যগুলিতে কংগ্রেসের ভরাডুবির পর দলে পরিবর্তনের হাওয়া আনতে চলেছে কংগ্রেস হাইকমান্ড ৷ কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল জননী সোনিয়া গান্ধি খুব তাড়াতাড়িই পুত্রকে বসাতে চলেছেন দলীয় সিংহাসনে ৷
advertisement

রাহুল গান্ধির কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে এখন এমন কথাই শোনা যাচ্ছে ৷ বংশের ‘নিয়ম’ অনুযায়ীই সভাপতি হতে চলেছেন রাহুল ৷ তাঁর আগে নেহেরু-গান্ধি পরিবারের আরও পাঁচজন সদস্য এই পদ সামলেছেন ৷

জওহরলাল নেহেরু যেখানে পাঁচবার সভাপতি পদে মনোনীত হয়েছিলেন, সেই পদে গত ১৮ বছর ধরে নিজের দখলে রেখেছেন সোনিয়া গান্ধি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, সোনিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, শচীন পাইলট, আরপিএন সিং, জ্যোতির্ময় সিন্ধিয়া, জিতিন প্রসাদ, অজয় মাখেন এবং রণদীপ সূর্যেওয়ালার মতো দলের তরুণ ব্রিগেড ৷ এমনকী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করে জানান তিনি রাহুলকেই কংগ্রেস সভাপতি চান ৷ ট্যুইটে তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি ৷ রাহুলকেই এবার সভাপতি পদ দেওয়া হোক ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বংশের ধারা বজায় রেখে কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন রাহুল