TRENDING:

নির্বাচনী প্রচার বাতিলে ২৫ লক্ষের টোপ, কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওয়াসির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: তেলেঙ্গানার নির্বাচনী প্রচার বয়কট করুন ৷ তার বদলে মিলবে ২৫ লক্ষ টাকা ৷ কংগ্রেসের বিরুদ্ধে এমনই জোরাল অভিযোগ আনলেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াসি ৷
advertisement

শুধু এমন বিতর্কিত অভিযোগ আনাই নয় ৷ ওয়াসি দাবি করেন, পুরো ঘটনাটির অডিও ক্লিপ রয়েছে তাঁর কাছে ৷ গত সোমবার ঘটনাটি ঘটে ৷ ওয়াসি বলেন, ‘মজলিস কা জলসা রোকনে কে লিয়ে ২৫ লাখ টাকা পার্টি ফান্ড দেতা হু ৷ যে পার্টি বিরোধী দলগুলিকে এমন টাকার অফার করে, তাদেরকে কি বলা যেতে পারে ?’

advertisement

এই প্রসঙ্গে ওয়াসি বলেন, ওয়াসি নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারেন, কিন্তু নিজের প্রতিজ্ঞা থেকে কখনও সরেন না তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও কংগ্রেসের তরফ থেকে গোটা অভিযোগটাই অস্বীকার করেছেন কর্মীরা ৷ কংগ্রেস নেতা মীম আফজাল বলেন, ‘ওয়াসির কাছে কোনও প্রমাণ নেই ৷ কারণ গোটা বিষয়টি একেবারেই ভিত্তিহীন ৷ যখন কোনও ইস্যু নিয়ে কথা বলেন ওয়াসি ৷ তিনি সবসময়ই বিজেপির পক্ষ নিয়ে কথা বলেন ৷ তেলেঙ্গানাতে শক্তিশালী দল কংগ্রেস ৷ সেই কারণেই কংগ্রেসকে দমাতে এহেন ভিত্তিহীন অভিযোগ আনছেন ওয়াসি ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নির্বাচনী প্রচার বাতিলে ২৫ লক্ষের টোপ, কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওয়াসির