শুধু এমন বিতর্কিত অভিযোগ আনাই নয় ৷ ওয়াসি দাবি করেন, পুরো ঘটনাটির অডিও ক্লিপ রয়েছে তাঁর কাছে ৷ গত সোমবার ঘটনাটি ঘটে ৷ ওয়াসি বলেন, ‘মজলিস কা জলসা রোকনে কে লিয়ে ২৫ লাখ টাকা পার্টি ফান্ড দেতা হু ৷ যে পার্টি বিরোধী দলগুলিকে এমন টাকার অফার করে, তাদেরকে কি বলা যেতে পারে ?’
advertisement
এই প্রসঙ্গে ওয়াসি বলেন, ওয়াসি নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারেন, কিন্তু নিজের প্রতিজ্ঞা থেকে কখনও সরেন না তিনি ৷
যদিও কংগ্রেসের তরফ থেকে গোটা অভিযোগটাই অস্বীকার করেছেন কর্মীরা ৷ কংগ্রেস নেতা মীম আফজাল বলেন, ‘ওয়াসির কাছে কোনও প্রমাণ নেই ৷ কারণ গোটা বিষয়টি একেবারেই ভিত্তিহীন ৷ যখন কোনও ইস্যু নিয়ে কথা বলেন ওয়াসি ৷ তিনি সবসময়ই বিজেপির পক্ষ নিয়ে কথা বলেন ৷ তেলেঙ্গানাতে শক্তিশালী দল কংগ্রেস ৷ সেই কারণেই কংগ্রেসকে দমাতে এহেন ভিত্তিহীন অভিযোগ আনছেন ওয়াসি ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2018 4:15 PM IST