TRENDING:

Right to Disconnect Bill: কাজের সময়ের বাইরে অফিসের ফোন, ই মেল প্রত্যাখ্যান করতে পারবেন কর্মী! লোকসভায় বিল পেশ সাংসদ সুপ্রিয়া সুলের

Last Updated:

সাধারণ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই লোকসভা অথবা রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজের সময়ের বাইরে অথবা ছুটির দিনে চাইলেই অফিসের ফোন নাও ধরতে পারেন কর্মী৷ অফিসের ই মেলেরও জবাব না দিতে পারেন তিনি৷ কর্মীদের এই অধিকার দিতে শুক্রবার লোকসভায় পেশ হল রাইট টু ডিসকানেক্ট বিল৷ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এই বিল পেশ করেন৷ তবে এটি একটি প্রাইভেট মেম্বার্স বিল হওয়ায় শেষ পর্যন্ত তা আইনে পরিণত হবে কি না, শেষ পর্যন্ত এই বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকছেই৷ ২০১৯ সালেও এই একই বিল সংসদে পেশ করেন বিরোধী শিবিরের সাংসদ সুপ্রিয়া৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সুপ্রিয়া সুলের প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অফিসের কাজের সময় পেরিয়ে গেলে অথবা ছুটির দিনে মনে হলে অফিসের ফোন প্রত্যাখ্যান করতেই পারেন কর্মী৷ অফিসের ই মেলেরও জবাব না দেওয়ার অধিকারের জন্য সওয়াল করেছেন সুপ্রিয়া৷ মূলত বেসরকারি এবং কর্পোরেট ক্ষেত্রের কর্মীদের স্বার্থরক্ষার জন্যই এই আইন আনার পক্ষে সওয়াল করেছেন এনসিপি সাংসদ৷

সাধারণ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই লোকসভা অথবা রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেন৷ কিন্তু সমসাময়িক বা গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আইন প্রণয়ন প্রয়োজন অথবা বর্তমান আইনে কোনও ফাঁক রয়েছে মনে করলে প্রাইভেট মেম্বার্স বিল পেশ করতে পারেন লোকসভা অথবা রাজ্যসভার যে কোনও সাংসদ৷ সাধারণত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের বিল পেশ করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাষের পদ্ধতি বদল করতেই ঘুরল ভাগ্যের চাকা! কয়েক গুণ বেশি লাভ করছেন মিনাখাঁর চাষিরা
আরও দেখুন

তবে যেহেতু এই ধরনের বিল সাংসদরা ব্যক্তিগত ভাবে পেশ করেন, সেগুলি আইনে পরিণত হওয়ার হার খুবই কম৷ বেসরকারি ক্ষেত্রের কর্মীদের জন্য পেশ করা এই বিলের ভবিষ্যৎ কী, তা সময়ই বলবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Right to Disconnect Bill: কাজের সময়ের বাইরে অফিসের ফোন, ই মেল প্রত্যাখ্যান করতে পারবেন কর্মী! লোকসভায় বিল পেশ সাংসদ সুপ্রিয়া সুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল