TRENDING:

Right to Disconnect Bill: কাজের সময়ের বাইরে অফিসের ফোন, ই মেল প্রত্যাখ্যান করতে পারবেন কর্মী! লোকসভায় বিল পেশ সাংসদ সুপ্রিয়া সুলের

Last Updated:

সাধারণ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই লোকসভা অথবা রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজের সময়ের বাইরে অথবা ছুটির দিনে চাইলেই অফিসের ফোন নাও ধরতে পারেন কর্মী৷ অফিসের ই মেলেরও জবাব না দিতে পারেন তিনি৷ কর্মীদের এই অধিকার দিতে শুক্রবার লোকসভায় পেশ হল রাইট টু ডিসকানেক্ট বিল৷ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এই বিল পেশ করেন৷ তবে এটি একটি প্রাইভেট মেম্বার্স বিল হওয়ায় শেষ পর্যন্ত তা আইনে পরিণত হবে কি না, শেষ পর্যন্ত এই বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকছেই৷ ২০১৯ সালেও এই একই বিল সংসদে পেশ করেন বিরোধী শিবিরের সাংসদ সুপ্রিয়া৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সুপ্রিয়া সুলের প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অফিসের কাজের সময় পেরিয়ে গেলে অথবা ছুটির দিনে মনে হলে অফিসের ফোন প্রত্যাখ্যান করতেই পারেন কর্মী৷ অফিসের ই মেলেরও জবাব না দেওয়ার অধিকারের জন্য সওয়াল করেছেন সুপ্রিয়া৷ মূলত বেসরকারি এবং কর্পোরেট ক্ষেত্রের কর্মীদের স্বার্থরক্ষার জন্যই এই আইন আনার পক্ষে সওয়াল করেছেন এনসিপি সাংসদ৷

সাধারণ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই লোকসভা অথবা রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেন৷ কিন্তু সমসাময়িক বা গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আইন প্রণয়ন প্রয়োজন অথবা বর্তমান আইনে কোনও ফাঁক রয়েছে মনে করলে প্রাইভেট মেম্বার্স বিল পেশ করতে পারেন লোকসভা অথবা রাজ্যসভার যে কোনও সাংসদ৷ সাধারণত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের বিল পেশ করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি খাতা লেখার কৌশল ও সময় ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ পরামর্শ
আরও দেখুন

তবে যেহেতু এই ধরনের বিল সাংসদরা ব্যক্তিগত ভাবে পেশ করেন, সেগুলি আইনে পরিণত হওয়ার হার খুবই কম৷ বেসরকারি ক্ষেত্রের কর্মীদের জন্য পেশ করা এই বিলের ভবিষ্যৎ কী, তা সময়ই বলবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Right to Disconnect Bill: কাজের সময়ের বাইরে অফিসের ফোন, ই মেল প্রত্যাখ্যান করতে পারবেন কর্মী! লোকসভায় বিল পেশ সাংসদ সুপ্রিয়া সুলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল