সুপ্রিয়া সুলের প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অফিসের কাজের সময় পেরিয়ে গেলে অথবা ছুটির দিনে মনে হলে অফিসের ফোন প্রত্যাখ্যান করতেই পারেন কর্মী৷ অফিসের ই মেলেরও জবাব না দেওয়ার অধিকারের জন্য সওয়াল করেছেন সুপ্রিয়া৷ মূলত বেসরকারি এবং কর্পোরেট ক্ষেত্রের কর্মীদের স্বার্থরক্ষার জন্যই এই আইন আনার পক্ষে সওয়াল করেছেন এনসিপি সাংসদ৷
সাধারণ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই লোকসভা অথবা রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেন৷ কিন্তু সমসাময়িক বা গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আইন প্রণয়ন প্রয়োজন অথবা বর্তমান আইনে কোনও ফাঁক রয়েছে মনে করলে প্রাইভেট মেম্বার্স বিল পেশ করতে পারেন লোকসভা অথবা রাজ্যসভার যে কোনও সাংসদ৷ সাধারণত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের বিল পেশ করা হয়৷
advertisement
তবে যেহেতু এই ধরনের বিল সাংসদরা ব্যক্তিগত ভাবে পেশ করেন, সেগুলি আইনে পরিণত হওয়ার হার খুবই কম৷ বেসরকারি ক্ষেত্রের কর্মীদের জন্য পেশ করা এই বিলের ভবিষ্যৎ কী, তা সময়ই বলবে৷
