TRENDING:

Gujarat News: নববিবাহিত স্ত্রীকে গুলি, তার পর শেষ করলেন নিজেকেও কংগ্রেস সাংসদের ভাইপো! গুজরাতে রহস্য

Last Updated:

ভস্ত্রপুর থানায় পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেখানেই ইচ্ছাকৃত ভাবে গুলি করে রাজেশ্বরীকে খুন করার অভিযোগ আনা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছিল৷ আচমকাই নিজের স্ত্রীকে গুলি করে খুনের পর নিজে আত্মঘাতী হলেন গুজরাতের কংগ্রেস সাংসদ শক্তিসিনহ গোয়েলের ভাইপো যশকুমারসিনহ গোহিল (৩৫)৷ প্রথমে মনে করা হয়েছিল, হয়তো ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেছেন ওই যুবক৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, ইচ্ছাকৃত ভাবেই নিজের রাজেশ্বরীকে (৩০) প্রথমে গুলি করে খুন করেন যশকুমার৷ পরে নিজেকেও শেষ করে দেন তিনি৷
কংগ্রেস সাংসদের শক্তিসিনহ গোহিলের ভাইপো যশকুমার এবং তাঁর স্ত্রী রাজেশ্বরী৷
কংগ্রেস সাংসদের শক্তিসিনহ গোহিলের ভাইপো যশকুমার এবং তাঁর স্ত্রী রাজেশ্বরী৷
advertisement

জানা গিয়েছে, গত বুধবার আহমেদাবাদের বোদকদেভ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে৷ শক্তিসিনহ গুজরাত থেকে নির্বাচিত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ৷ যশকুমারের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ছিল৷ সেই রিভলবার থেকেই গুলি চালান তিনি৷

ভস্ত্রপুর থানায় পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেখানেই ইচ্ছাকৃত ভাবে গুলি করে রাজেশ্বরীকে খুন করার অভিযোগ আনা হয়েছে৷ যশকুমার গুজরাতের মেরিটাইম বোর্ডে অফিসার পদে চাকরি করতেন৷

advertisement

এফআইআর অনুযায়ী, যে কোণ থেকে রাজেশ্বরীকে গুলি করা হয়েছে, যে ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তাতে ভুলবশত গুলি চালানোর তত্ত্ব প্রমাণিত হয় না৷ শুধু তাই নয়, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণেও তদন্তকারীরা নিশ্চিত, ইচ্ছাকৃত ভাবেই রাজেশ্বরীকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ কারণ শরীরের পিছন দিক থেকে রাজেশ্বরীকে গুলি করা হয়৷ সেই গুলি লাগে রাজেশ্বরীর মাথায়৷ ওই রিভলবারে দুটি গুলি ছিল, সেই দুটিই রাজেশ্বরীকে লক্ষ্য করে চালানো হয়৷ ফলে ভুলবশত গুলি চলে যাওয়ার তত্ত্ব এক্ষেত্রেও খাটেনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপে গোলাপে ছয়লাপ! হাইব্রিড, মিনিয়েচার, ক্লাইম্বিং...এত গোলাপ কোথায় পাওয়া যাচ্ছে?
আরও দেখুন

রাজেশ্বরী গুলিবিদ্ধ হওয়ার পর ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন যশকুমারসিনহ৷ কিন্তু মেডিক্যাল টিম এসে রাজেশ্বরীকে মৃত ঘোষণা করার পরই পাশের ঘরে গিয়ে ওই একই রিভলবার থেকে গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হন যশকুমার৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat News: নববিবাহিত স্ত্রীকে গুলি, তার পর শেষ করলেন নিজেকেও কংগ্রেস সাংসদের ভাইপো! গুজরাতে রহস্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল