এই বিধায়করা সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের৷ সোমবার সন্ধ্যায় তাঁরা বেঙ্গালুরুর রিসর্টে চলে যান৷ তারপর ফোন বন্ধ করে দেন৷ কংগ্রেস যোগাযোগই করতে পারেনি৷ সরকার বাঁচাতে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেও লাভ হয়নি কমলনাথের৷ জ্যোতিরাদিত্যের বিজেপি যোগদানের খবরের পাশাপাশি মধ্যপ্রদেশ সরকারের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন ২১ জন কংগ্রেস বিধায়ক৷
advertisement
মধ্যপ্রদেশে বিধানসভা আসনের সংখ্যা ২৩০৷ দুটি খালি আসন ছাড়লে, মোট আসন ২২৮৷ ২১ বিধায়কের ইস্তফার পরে বিধানসভায় আসন সংখ্যা ২০৭৷ সংখ্যাগরিষ্ঠ প্রমাণে ম্যাজিক ফিগার ১০৪৷
কংগ্রেসের ১১৪ জন বিধায়ক থাকলেও, বিধায়ক ইস্তফার জেরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে ৯৩৷ বিএসপি-র দুই বিধায়ক ও এসপি-র ১ জন বিধায়ক ও ৪ জন নির্দল বিধায়কের সমর্থন ছিল কংগ্রেসের৷ এঁরা যদি কংগ্রেসের পাশে রয়েছেন ধরে নেওয়া যায়, তা হলে মোট বিধায়ক ১০০৷ ৫ জন আরও বিধায়ক চাই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে৷
মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি-র ১০৭ জন বিধায়ক রয়েছেন৷ বিজেপি সূত্রের খবর, মধ্যপ্রদেশে সরকার উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে ফিরবেন শিবরাজ সিং চৌহান৷