Assembly Elections Result 2023 ( বিধানসভা নির্বাচনের ফলাফল) LIVE Updates
সমস্ত বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেসকে। প্রাথমিক ফলে মনেও হয়েছিল, এগিয়ে থাকছে কংগ্রেস। কিন্তু পরের দিকে এগিয়ে যায় বিজেপি। ক্রমে পেরিয়ে যায় সংখ্য়াগরিষ্ঠতার আসনও। ফলে ছত্তিশগড়ে বদলের হাওয়া, সে কথা বলা চলে।
advertisement
ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার নিয়ে প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল হাত শিবিরের৷ সেখানে যে বাঘেলের সরকার ফের ক্ষমতায় আসতে চলেছে, সে কথা বুথ ফেরত সমীক্ষায় বলেছেন সকলেই৷ সেই আশাতেই বুক বেঁধেছিল কংগ্রেসও৷ তবে একের পর এক রাউন্ডের পর দেখা গেল, সেই আশা একেবারেই পূর্ণ হচ্ছে না৷ ফলে বাঘেলের আর মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না এ বার৷ কে মুখ্যমন্ত্রী হবেন, সেটাই দেখার৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 9:07 AM IST