চিদাম্বরমের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷ চিদম্বরম বললেন, 'ইডি, সিবিআই কোনও চার্জশিট দেয়নি আমার বিরুদ্ধে৷ আইএনএক্স মামলায় দুর্নীতিতে আমি অভিযুক্ত নই৷ সম্পূর্ণ মিথ্যাচার চলছে৷ আমার ছেলের বিরুদ্ধেও অভিযোগ নেই৷ আমি পালিয়ে বেড়াইনি৷ আইনি পরামর্শ নিতে ব্যস্ত ছিলাম৷ সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে৷ আমায় নিরাপত্তা দিক সুপ্রিম কোর্ট৷' সাংবাদিক সম্মেলন করেই বেরিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
রাহুল ট্যুইটারে লেখেন, ইডি, সিবিআই ও অন্যান্য সংস্থাগুলিকে নিজের ইচ্ছামত ব্যবহার করছে মোদি সরকার। চিদম্বরমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপদস্থ করার জন্যই এই কাজ করছে মোদি সরকার৷ পাশাপাশি রাহুলের অভিযোগ, একাংশের সংবাদমাধ্যমকে ব্যবহার করছে মোদি সরকার ও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সিবিআই, ইডি লুকআউট নোটিস জারি করেছে৷ গ্রেফতারির খাঁড়া ঝুলছে মাথায়৷ এ হেন পরিস্থিতিতেই অত্যন্ত তাত্পর্যপূর্ণ ভাবে সিবিআই-ইডির তত্পরতাকে রাজনৈতিক মোড় দিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে চিদম্বরম দাবি করলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চলছে৷ চিদম্বরম যখন প্রেস কনফারেন্স করছেন, তখন সেখানে উপস্থিত সিবিআই এবং ইডি৷