TRENDING:

'যুবকরা যখন চাকরি চাইছে, মোদি সরকার তখনই তাদের চাঁদ দেখাচ্ছে,' কটাক্ষ রাহুলের

Last Updated:

বিজেপি যখন মহারাষ্ট্রে ভোটপ্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, জাতীয়বাদকে ইস্যু করছে, তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টার্গেট করলেন দেশের বেহাল অর্থনীতি ও বেকারত্বকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাতুর: ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন৷ ভোটের আগে রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে৷ বিজেপি যখন মহারাষ্ট্রে ভোটপ্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, জাতীয়বাদকে ইস্যু করছে, তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টার্গেট করলেন দেশের বেহাল অর্থনীতি ও বেকারত্বকে৷
advertisement

রবিবার লাতুরে ভোটপ্রচারে গিয়ে ইসরো-র চন্দ্রযান ২ মিশনের প্রসঙ্গ তুলে রাহুল বললেন, 'চাঁদে স্যাটেলাইট পাঠিয়ে আপনারা দেশের গরিব মানুষের মুখে খাবার তুলে দিতে তো পারবেন না৷ এই ধরনের মিশন আমাদের যুব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না৷ যখনই দেশের যুবকরা চাকরি চাইছে, সরকার তাদের চাঁদ দেখাচ্ছে৷'

নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করে রাহুল বলেন, 'নরেন্দ্র মোদি ও অমিত শাহের একটাই লক্ষ্য, মানুষকে বিভ্রান্ত করে করবেট ন্যাশনাল পার্ক, চাঁদ, চিন, পাকিস্তান, জাপান ও কোরিয়া ইত্যাদি বিষয়ে দেশের মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া৷ ওঁরা দেশের আসল ইস্যুগুলোতে চুপ থাকেন৷'

advertisement

বেকারত্ব নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাহুল বলেন, 'গত ৪০ বছরে দেশে বেকাতর্ব সর্বোচ্চ পর্যায়ে৷ দেশে ২ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে৷ গাড়ি শিল্প ধুঁকছে৷ সম্প্রতি গুজরাত গিয়ে দেখলাম, বস্ত্র ও হিরে শিল্পের অবস্থা শোচনীয়৷ কিন্তু মিডিয়া চুপ৷ নরেন্দ্র মোদিকে কেউ প্রশ্ন করছেন না৷'

আরও ভিডিও: ভোটের মুখে পড়ুয়াদের মুখোমুখি রাহুল গান্ধি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
'যুবকরা যখন চাকরি চাইছে, মোদি সরকার তখনই তাদের চাঁদ দেখাচ্ছে,' কটাক্ষ রাহুলের